জাতীয়রাজনীতিশীর্ষ সংবাদ

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে নির্বাচন কমিশন পুনর্গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি

0
image 29334 1644053637

পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য ছয় সদস্যের একটি ‘সার্চ কমিটি’ গঠন করা হয়েছে, যা পরবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান অনুসন্ধান কমিটির নেতৃত্ব দেবেন।

৫ ফেব্রুয়ারি, ২০২২: আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন  ও কথাসাহিত্যিক  অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

এই সার্চ কমিটি পরবর্তী ইসি পুনর্গঠনে সরকারকে সহায়তা করবে। বর্তমান কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। কমিটিকে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২’ শিরোনামের নতুন আইন অনুযায়ী রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে বলা হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৩০ জানুয়ারি, ২০২২ তারিখে একটি ইসি গঠন আইনে বিলে স্বাক্ষর করেন, যা এর আগে জাতীয় সংসদে (সংসদ) অনুমোদিত হয়েছিল।
সার্চ কমিটি ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে মাসব্যাপী সংলাপের ফলাফল।

এর আগে গত বছরের ২০ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। আলোচনা শেষ হয় ১৭ জানুয়ারি।

ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অধিকাংশ অংশগ্রহণকারী রাজনৈতিক দলই একটি স্বাধীন ও বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন নিশ্চিত করতে ‘অনুসন্ধান  কমিটি’ গঠনের পাশাপাশি একটি আইন প্রণয়নের কথা বলেছে।
সংবিধানে ইসি গঠনের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রায় ৫০ বছর পর বর্তমান সরকারের আইন প্রণয়নের পদক্ষেপ নিল।

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৬, আক্রান্ত ৮ হাজার ৩৫৯ জন

Previous article

শিল্পী সমিতির সাধারন সম্পাদক পদে জয়ী অভিনেত্রী নিপুন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *