জাতীয়

বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি সোসাইটির উদ্যোগে মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

2
dhn

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ এবং ১৬ ডিসেম্বর মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ধানমন্ডি সোসাইটি। ‌ধানমন্ডি ৪ নম্বর মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘উচ্ছ্বাসে তারুণ্যে বিজয়’ স্লোগানে আয়োজিত দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে ১৩ জন গুণী ব্যক্তিকে সম্মাননাও দেয়া হয়েছে।

এছাড়া সংগীতজ্ঞ ও বক্তা মোহাম্মদ আসাফউদ্দোলা, অর্থনীতিবিদ ড. হোসনে জিল্লুর রহমান, সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ, চিকিৎসক অধ্যাপক মামুনার রশীদ, সাহিত্যিক বেগম গুলবাহার ও ক্রীড়াবিদ তানজিম হাসান সাদকে আজীবন সম্মাননা দেয়া হয়।

এর মধ্যে প্রয়াত অভিনেতা সৈয়দ আহসান আলী, প্রয়াত চিত্রশিল্পী শফিউদ্দিন, প্রয়াত চিকিৎসক অধ্যাপক এম আর খান, প্রয়াত শিক্ষাবিদ খালেদা হাবীব, প্রয়াত চিকিৎসক অধ্যাপক ফারুক আনোয়ারুল আজীম, প্রয়াত ক্রীড়াবিদ সামিউর রহমান সামি, প্রয়াত ক্রীড়াবিদ ড. মোহাম্মদ এছহাককে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। তাদের পক্ষ থেকে পরিবারের সদস্য ও প্রতিনিধিরা সম্মাননা গ্রহণ করেন।

আরও পড়ুনঃ ভারতকে উড়িয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

যার মধ্যে রয়েছে- একজন বৃক্ষপ্রেমী, ছায়ানট, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, কবি নজরুল ইনস্টিটিউট, গণপূর্ত উপ-বিভাগ ধানমন্ডি, ধানমন্ডি থানা, ধানমন্ডি ট্রাফিক বিভাগ, সেনাবাহিনী, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন, সিটি করপোরেশন ও পরিচ্ছন্নতাকর্মী।

এছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশ সেবায় ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজ করা শিক্ষার্থীদেরও সনদ দেয়া হয় অনুষ্ঠানে। পাশাপাশি মেলার স্পন্সরদেরও সম্মাননা স্মারক দেয়া হয়।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ মেলার প্রথম দিনে অনুষ্ঠিত হয় চিত্রকলা প্রদর্শনী, চিত্র কর্মশালা, ছাপচিত্র মেলা, প্রামাণ্যচিত্র, দেশাত্মবোধক গান, নৃত্য, ম্যাজিক শো ও সঙ্গীতানুষ্ঠান। মেলার দ্বিতীয় দিনে গুণীজনদের সম্মাননা দেয়া ছাড়াও ছিলো চিত্রকলা প্রদর্শনী, জাতীয় পতাকা উত্তোলন, বায়োস্কোপ, সাপের খেলা, বানর খেলা, লাটিম খেলা, মার্বেল খেলা, ভাগ্য গণনা, চিত্র কর্মশালা, পথ নাটক, প্রামাণ্যচিত্র, ম্যাজিক শো, ব্যান্ড শো, আতশবাজি শো ও র‌্যাফেল ড্র।

উজা/মাসুদুজ্জামান রাসেল

ভারতকে উড়িয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

Previous article

ইডিএফ এর ধানমন্ডি জোনের উদ্যোক্তা আড্ডা অনুষ্ঠিত

Next article

You may also like

2 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *