তথ্য ও প্রযুক্তিবিজ্ঞান

বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন তৈরী করলো ইসরাইল

0
elpln

অ্যালিস নামের একটি বৈদ্যুতিক প্লেন তৈরী করেছে ইসরাইলি কোম্পানি এভিয়েশন। প্লেনটির ইঞ্জিন টেস্ট গত সপ্তাহে সম্পন্ন হয়েছে। সিয়াটলের উত্তরে আরলিংটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে এই পরীক্ষা সম্পন্ন হয়। এভিয়েশন এর প্রধান নির্বাহী (সিইও) ওমের বার ইয়োহে জানিয়েছেন অ্যালিস এর প্রথম ফ্লাইট শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে।

অ্যালিস বৈদ্যুতিক গাড়ি কিংবা সেল ফোনের মতো একই ব্যাটারি প্রযুক্তিতে ৩০ মিনিটের চার্জে নয় জন যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়তে পারবে।পাড়ি দিতে পারবে প্রায় ৪৪০ নটিক্যাল মাইল। প্লেনটি সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ২৮৭ মাইল বেগে ছুটতে পারবে।

এভিয়েশন মূলত বৈদ্যুতিক আকাশ ভ্রমণের উপর নজর দিয়েছে। তারা আশা করছে, আগামী সাত থেকে ১০ বছরের মধ্যে একটি বৈদ্যুতিক প্লেন ২০ থেকে ৪০ জন পর্যন্ত যাত্রী বহন করতে পারবে। এভিয়েশন বৈদ্যুতিক প্লেনটির তিনটি ধরন নিয়ে কাজ করছে। একটি হলো কমিউটার, একটি এক্সিকিউটিভ এবং অপরটি বিশেষায়িত পরিবহন প্লেন।

কমিউটার প্লেনটির টেস্ট সম্পন্ন হয়েছে। এতে নয় যাত্রী ও দুই পাইলট এবং ৮৫০ পাউন্ড ওজন বহন করা যাবে। এক্সিকিউটিভ ধরনটি মূলত আরামদায়ক ভ্রমণের জন্য নকশা করা হয়েছে। ছয় জন যাত্রীর জন্য প্রশস্ত জায়গা থাকবে এতে। আর পরিবহন প্লেনটি ৪৫০ কিউবিক ফুট আয়তনের পণ্য বহন করতে পারবে।

সূত্র : সিএনএন

জানুয়ারিতে করোনায় মৃতদের ৭৩ শতাংশ টিকা নেননি

Previous article

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *