উদ্যোক্তা সংগঠনউদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

বিপিইসি’র ২ লক্ষ সদস্য পূর্তিতে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ!

0
bpec

বাংলাদেশের বৃহত্তম ব্র্যান্ড প্রমোটর ও উদ্যোক্তা কমিউনিটি বিপিইসি (Brand Promoters & Entrepreneurs Community) আজ একটি গৌরবময় মাইলফলক অতিক্রম করলো। বিপিইসি এখন ২ লক্ষ সদস্যের একটি বিশাল পরিবার!

কিছু উদ্যমী উদ্যোক্তা ও ব্র্যান্ডপ্রেমী মানুষের ছোট্ট একটি উদ্যোগ ধাপে ধাপে সেটিই পরিণত হয়েছে এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্মে, যেখানে প্রতিদিন নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, ব্র্যান্ডের পরিচিতি বাড়ছে এবং দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখছে।

বিপিইসি বিশ্বাস করে—প্রচারণা ও পরিচিতি ছাড়া ব্র্যান্ড কখনো বড় হতে পারে না, আর সহযোগিতা ছাড়া কোনো উদ্যোক্তা সফলতা পায় না। এ বিশ্বাসকে সামনে রেখে আমরা একটি পরিবার হয়ে উঠেছি, যেখানে সদস্যরা একে অপরকে এগিয়ে যেতে সহায়তা করছে, শেখাচ্ছে, শিখছে এবং নতুন সুযোগ তৈরি করছে।

আমরা কৃতজ্ঞ আমাদের প্রতিটি সদস্যের প্রতি, যাঁদের আন্তরিক অংশগ্রহণ এবং ইতিবাচক চিন্তাভাবনায় আজ বিপিইসি ২ লক্ষ সদস্যের একটি কার্যকর, শক্তিশালী ও ফলপ্রসূ কমিউনিটিতে রূপ নিয়েছে।

“ব্র্যান্ডের শক্তি বাড়াতে হলে কমিউনিটিকে শক্তিশালী করতে হয় — বিপিইসি সেই পথেই চলেছে।” চলুন, আমরা সবাই মিলে দেশের প্রতিটি উদ্যোক্তার পাশে থাকি, এবং প্রতিটি ব্র্যান্ডকে এগিয়ে নেই।

উজা/মাসুদুজ্জামান রাসেল

ভেঙে পড়া জীবনের মাঝেও ঘুরে দাঁড়াবার গল্প, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথচলা : এলিন মাহবুব

Previous article

উদ্যোক্তাদের মানসিক চাপ কমাতে কার্যকর পমোডোরো টেকনিক : এলিন মাহবুব 

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *