জীবনযাপন

বিশ্বরেকর্ড করতে রং মেখে সবচেয়ে ‘কালো মানুষ’ সাজা!

0
hajime

বিশ্বের সবচেয়ে কালো পেইন্টের নাম ভ্যান্টা ব্ল্যাক। নির্মাতা সংস্থার দাবি, এই রং ৯৯.৪ শতাংশ দৃশ্যমান আলো শুষে নেয় । তাই দামেও এই রং আকাশ ছোঁয়া।

আর এই রং মেখে নিজেকে সবচেয়ে কালো মানুষ বানাতে চাইলেন জাপানের হাজিমে নামের একজন ইউটিউবার।

এজন্য তিনি বেছে নেন ভ্যান্টা ব্ল্যাকেই। প্রথমে তিনি এই রঙে নিজের ঘরের সব কিছু ঢেকে ফেলেন। পুরো কার্যকলাপ শেয়ার করেন তার অনুসারীদের সঙ্গে। ইউটিউবে আপলোড করেন তার এই জার্নি। ঘরের সব কিছু কালো রঙে ঢেকে দেওয়ার পর একে মনে হচ্ছিল যেন আস্ত এক ‘ব্ল্যাক হোল’। কোনো আলোই সেখানে প্রবেশ করতে পারেনি।

শুধু ঘর নয়, এরপর নিজেকেও মুসোউ ব্ল্যাকে রঞ্জিত করেন হাজিমে। যদিও রং নির্মাতা সংস্থা কোয়ো ওরিয়ের কঠোর নির্দেশনা ছিল এই রং যেন ত্বকের সংস্পর্শে না আসে। তবে এসবের কিছুরই তোয়াক্কা করেননি হাজিমে। রেকর্ড গড়ার নেশায় বিপজ্জনক এই রং গায়ে মেখে নেন।

তবে হাজিমের শরীরে তেমন কোনো সমস্যা দেখা যায়নি বলেই দাবি করছেন তিনি।
পরে বাইরে গিয়ে ঘুরেও বেড়িয়েছেন হাজিমে। কিছু ছবি শেয়ার করেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যেখানে দেখা গিয়েছে ঝলমলে রোদ্দুরের মধ্যেও ছায়ামানুষ হয়ে দাঁড়িয়ে আছেন হাজিমে।

তবে বিশ্বরেকর্ড করতে পেরেছেন কি না সে বিষয়ে কিছু জানা না গেলেও তবে সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন বেশ জনপ্রিয়তা।

আরও পড়ুনঃ জ্যোতির্বিজ্ঞানীরা গভীর মহাকাশে আলোর সবচেয়ে উজ্জ্বল ঝলকানি দেখে বিস্মিত

গ্রাহককে মুখে তুলে আঙুর খাওয়ানো হয় যে রেস্তোরাঁয়

Previous article

শারীরিকভাবে প্রতিবন্ধী স্পর্শ শাহ’র বিশ্বরেকর্ডের রহস্য

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *