খেলা

বিসিবি থেকে ৫০ লাখ টাকা পুরষ্কার পাচ্ছে সাফজয়ী বাংলাদেশের মেয়েরা

1
চ্যাম্পিয়নদের বরণে সাজানো হচ্ছে ছাদখোলা বাস

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফজয়ী নারী দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

আজ বিসিবির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান এই পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন, নারী ফুটবলারদের এই অর্জন দেশের সব খেলার ক্রীড়াবিদদের জন্য হয়ে থাকবে প্রেরণার। অসাধারণ পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জন দিয়ে নারী ফুটবল দল গোটা জাতির জন্য গৌরব বয়ে এনেছে। তাদের প্রচেষ্টার প্রতি সম্মান ও সমর্থন হিসেবে বিসিবির পক্ষ থেকে আমি দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি। আমার কোনো সংশয়ই নেই যে, সাফ চ্যাম্পিয়নশিপে এই শিরোপা জয় দেশজুড়ে ছেলে ও মেয়ে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং নিজ নিজ খেলায় আন্তর্জাতিক সাফল্য অর্জনে আরও তাড়না দেবে।

আরও পড়ুনঃ চ্যাম্পিয়নদের বরণে সাজানো হচ্ছে ছাদখোলা বাস

উল্লেখ্য, কাঠমান্ডুতে গত সোমবার দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন বাংলাদেশের তারকা সাবিনা খাতুন। দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেন। ঐতিহাসিক এই জয়ের পর আজ দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। মেয়েদের বরণ করে নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত থাকবে ছাদখোলা বাস।

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের বলিষ্ঠ ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর

Previous article

টিসিবির মাধ্যমে ৩০৫ কোটি টাকার সয়াবিন তেল কেনা হবে

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা