আন্তর্জাতিকখবর

ব্রিটিশ রাজপরিবারের কাছে ‘গ্রেট স্টার’ হীরা ফেরত চেয়েছে দ. আফ্রিকা

1
ব্রিটিশ রাজপরিবারের কাছে 'গ্রেট স্টার' হীরা ফেরত চেয়েছে দ. আফ্রিকা

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ রাজমুকুটে শোভা পাওয়া পরিষ্কারভাবে কাটা সবচেয়ে বড় হীরা ‘গ্রেট স্টার অব আফ্রিকা’ ফেরত চেয়েছে দক্ষিণ আফ্রিকা।

এই হীরাটি কালিনান ওয়ান নামেও পরিচিত। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে তুলে আনা বড় একটি হীরক খণ্ড কেটে কালিনান ওয়ান বের করা হয়েছিল। ৫৩০ দশমিক ২ ক্যারেটের পানির ফোটার আকৃতির হীরাটি ক্রসের একটি দণ্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে, ১৬০০ শতকের এই দণ্ডটি রাজ্যাভিষেক অনুষ্ঠানের সময় ব্যবহার করা হতো।

আরও পড়ুনঃ আজ রাতে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আফ্রিকার তৎকালীন ঔপনিবেশিক শাসকরা ব্রিটিশ রাজপরিবারকে কালিনান ওয়ান বা গ্রেট স্টার হীরাটি দিয়েছিল। বর্তমানে রানির রাজদণ্ডে এটি শোভা পাচ্ছে।

হীরাটি ফেরত দেওয়ার দাবি জানিয়ে চেঞ্জ ডট অর্গে একটি অনলাইন পিটিশন চালু করা হয়েছে এবং এ পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষ তাতে স্বাক্ষর করেছেন।

থান্দুক্সলো সাবেলো নামের দক্ষিণ আফ্রিকার এক আন্দোলনকারী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, “কালিনান হীরা অব্যশই অবিলম্বে দক্ষিণ আফ্রিকাকে ফেরত দিতে হবে। আমাদের দেশের ও অন্যান্য দেশের খনিজ আমাদের জনগণের খরচে ব্রিটেনের লাভ অব্যাহত রেখেছে।”

নেপালকে হারিয়ে জয়ী বাংলাদেশ

Previous article

সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণের শর্ত শিথিল

Next article

You may also like

1 Comment

  1. […] আরও পড়ুনঃ ব্রিটিশ রাজপরিবারের কাছে ‘গ্রেট স্টা… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *