আন্তর্জাতিকখবরশীর্ষ সংবাদ

ব্রিটেনের রাজা হলেন চার্লস

0
ব্রিটেনের রাজা হলেন চার্লস

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনের অধিকারী হয়েছেন চার্লস, যিনি এখন সাবেক প্রিন্স অব ওয়েলস।

তিনি রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিংহাসনের উত্তরাধিকারী হলেও প্রিন্স উইলিয়াম প্রিন্স অব ওয়েলস হবেন না। তিনি উত্তরাধিকার সূত্রে অবশ্য তার বাবার অন্য আরেকটি পদবী – ডিউক অব কর্নওয়াল – পেয়ে গেছেন। তার স্ত্রী ক্যাথরিন পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল হিসেবে।

চার্লসের স্ত্রীর জন্যও নতুন পদবী আসবে। তার পূর্ণাঙ্গ পদবী হলো কুইন কনসর্ট। কনসর্ট শব্দটি রাজা বা রানির স্ত্রী অথবা স্বামীর ক্ষেত্রে ব্যবহার করা হয়।

রানির মৃত্যুর প্রথম ২৪ ঘণ্টা বা কমবেশি কিছু সময়ের মধ্যে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে চার্লস আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষিত হবেন।

এটি ঘটবে অ্যাকসেশন কাউন্সিল নামে এ ধরনের আনুষ্ঠানিকতার যে সংঘ রয়েছে, তাদের সামনে । এই সংঘে রয়েছে প্রিভি কাউন্সিলের সদস্যরা – যাদের মধ্যে আছেন একদল সাবেক ও বর্তমান জেষ্ঠ পার্লামেন্ট সদস্য এবং রাজকীয় সম্ভ্রান্ত ব্যক্তি – এবং আরও কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তা, কমনওয়েলথ হাই কমিশনারগন এবং লন্ডনের লর্ড মেয়র। আনুষ্ঠানিকতার চুড়ান্ত পর্বে তিনি চার্লসের মাথায় সেন্ট এডওয়ার্ড মুকুট স্থাপন করবেন। এটি খাঁটি স্বর্ণের তৈরি, যা ১৬৬১ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।

রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

Previous article

শেষ নিদ্রায় শায়িত আকবর আলি খান

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *