খবরশীর্ষ সংবাদসারাদেশ

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে রিট

1
ইলিশ ধরা ও কেনা-বেচায় ২২ দিনের নিষেধাজ্ঞা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করার দাবিতে সরকারকে উকিল নোটিস পাঠানোর পর এবার রপ্তানি বন্ধে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

এ বিষয়ে আইনজীবী মো. মাহমুদুল হাসান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে এ মামলায় বিবাদী করা হয়েছে। ভারতে কম দামে ইলিশ রপ্তানি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা কেন দেওয়া হবে না, সেই মর্মে রুলও চাওয়া হয়েছে আবেদনে।

আরও পড়ুনঃ জীবনের নিরাপত্তা চেয়ে জাতিসংঘে চিঠি শূন্যরেখার রোহিঙ্গাদের

সেখানে বলা হয়, “ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ হ‌ওয়া সত্ত্বেও অত্যাধিক দামের কারণে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এই ইলিশ মাছ কেনার কথা চিন্তাও করতে পারে না। অন্যদিকে দেশের মধ্যবিত্ত জনগণ‌ও এই ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে। দরিদ্র কৃষক দুই মণ ধান বিক্রি করেও এক কেজি ইলিশ মাছ কিনতে পারছেন না। ইলিশ মাছের দাম ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত কেজিতে গিয়ে ঠিকেছে। অপরদিকে বাংলাদেশের এই ইলিশ মাছ ভারতে মাত্র ১০ ডলার (প্রায় ৯৫০ টাকা) কেজি দরে রপ্তানি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। দেশের বাজারের চেয়ে কম মূল্যে ভারতে ইলিশ রপ্তানি করার মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা দেশের সংবিধান লঙ্ঘন করেছেন। তারা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা ধ্বংস করেছেন এবং জনগণের স্বার্থবিরোধী কাজ করেছেন।”

জীবনের নিরাপত্তা চেয়ে জাতিসংঘে চিঠি শূন্যরেখার রোহিঙ্গাদের

Previous article

২০ গুণী ব্যক্তিত্ব পাচ্ছেন শিল্পকলা পদক

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর