আন্তর্জাতিকখবর

ভারতে বৃষ্টিতে দেয়াল ধসে ৯ জনের মৃত্যু

1
ভারতে বৃষ্টিতে দেয়াল ধসে ৯ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের লখনৌতে ভারি বৃষ্টিপাতের ফলে একটি দেয়াল ধসে নয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

এ বিষয়ে পুলিশের যুগ্ম কমিশনার পীযূশ মোরদিয়া বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, “দিলখুশা এলাকায় সেনাবাহিনীর একটি এলাকার বাইরের দিকে কুঁড়েরঘরে কিছু শ্রমিক বসবাস করতো। রাতে ভারি বৃষ্টিতে সেনাবাহিনীর এলাকার সীমানা দেয়ালটি ধসে পড়ে। আমরা ভোররাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। ধ্বংসাবশেষ থেকে নয়টি মৃতদেহ বের করে আনা হয় আর একজনকে জীবিত উদ্ধার করা গেছে।”

আরও পড়ুনঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা

ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাসে লখনৌর বেশ কয়েকটি এলাকায় অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে। ভোররাতে দেওয়া এক ঘোষণায় স্কুল বন্ধ রাখার কথা বলা হয়েছে।

এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় লখনৌতে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। এ সময় ১৫৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অস্বাভাবিক এ বৃষ্টিতে নগরীর বহু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

 

লোকসানের দাবি বেসরকারি এয়ারলাইন্সগুলোর

Previous article

ইউক্রেনকে ৬০ কোটি ডলার সামরিক সহায়তা দেবে হোয়াইট হাউস

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *