ফ্যাশনজীবনযাপন

ভালোবাসা দিবসে ত্বকে আনুন উৎসবের জেল্লা!

0
valnt

বসন্ত জাগ্রত দ্বারে। ভালোবাসা দিবস কড়া নাড়ছে দোরগোড়ায়। ভালোবাসা উদযাপনের প্রস্তুতিও তুঙ্গে। প্রিয় মানুষটির কাছ থেকে চমক পেতে অনেকেই সেই দিনটির অপেক্ষায় রয়েছেন। ভালোবাসার এই দিনে মনের মানুষটির থেকে চমক পাওয়ার পাশাপাশি আপনারও উচিত তাঁকে চমকে দেওয়া। তার জন্য ত্বকে আনতে পারেন বাড়তি জেল্লা।

এদিকে, কাজ সামলে নিজের যত্ন নেওয়ার আলাদা সময় পাচ্ছেন না। ফেশিয়াল করতে যাওয়ারও সময় নেই। তাছাড়া ফেশিয়ালেও সবসময় ত্বকের জেল্লা ততটা ফেরে না, যতটা ফেরে ঘরোয়া যত্নে। এছাড়া ফেশিয়াল প্যাকে ব্যবহৃত রাসায়নিকও সব ত্বকের যত্নের পক্ষে ভালো নয়। এ দিকে হাতে সময়ও নেই বললেই চলে। তা হলে উপায়?

এ অল্প সময়ের মধ্যে ত্বক কে জেল্লাদার করে তুলতে ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে। তবে তার জন্য কিছু নিয়ম মেনে চলতেই হবে।

১) হাতে যে কয়েকদিন আছে, সে ক’দিন সকাল শুরু করুন খালি পেটে এক গ্লাস গরম পানি খেয়ে। শরীরের যাবতীয় বর্জ্য পদার্থ বের করে দেওয়ার জন্য এটি সবচেয়ে কার্যকর। চেহারায় দ্রুত চাকচিক্য ফেরানোর কাজ সহজ করবে পানি।

২) প্রতিদিনের খাবারদাবারের প্রতিও নজর দিন। অতিরিক্ত তেল-মশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন। শরীরে পাশাপাশি ত্বকের উপরেও এর সুপ্রভাব পড়বে।

৩) ত্বকের জন্য উপযুক্ত কোনো ক্লিনজার বা টোনার ব্যবহার করুন। বাইরে বেরোনোর আগে ব্যবহার করুন সানস্ক্রিন।

৪) যথাসম্ভব উপটান এড়িয়ে চলুন। তবে খুব দরকার পড়লে বাড়ি ফিরেই ক্লিনজার ও টোনার দিয়ে যত্ন করে তা তুলে ফেলুন।

৫) প্রতিদিন রাতে মধু, টক দই এবং ওটসের মিশ্রণ লাগিয়ে রাখুন মিনিট দশেক। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ভালো কোনো স্ক্রাবার দিয়ে ত্বক স্ক্রাব করতে পারেন।

ব্যবহৃত টি ব্যাগে নিমিষেই দূর করুন চোখের নিচের কালচে দাগ

Previous article

ইসি গঠনে ৩২৯ নামের প্রস্তাব সার্চ কমিটিতে

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *