আন্তর্জাতিকখবর

ভিয়েতনামে কারওকে বারে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

0
ভিয়েতনামে কারওকে বারে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

ভিয়েতনামের জুয়াং প্রদেশের এক শিল্প এলাকায় একটি কারওকে বারে আগুন লেগে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত মঙ্গলবার রাতে হো চি মিন শহরের কাছে বিং জুয়াং প্রদেশের একটি শিল্প কারখানা এলাকায় অবস্থিত বারটিতে আগুন লাগে।

এ বিষয়ে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, “আগুন লাগার পর আমি অনেক আতঙ্কিত হয়ে পড়ি আর বাঁচার জন্য দৌঁড়ে পালাই। কীভাবে এটি হলো আমি মনে করতে পারছি না।”

এদিকে বুধবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিং চিং আগুন লাগার কারণ তদন্ত করে দেখতে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় ও প্রাদেশিক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি দেশজুড়ে শহর ও প্রদেশগুলোর কর্তৃপক্ষকে কারওকে বারসহ আগুন লাগার সম্ভাবনা আছে এমন সবগুলো স্থাপনার নিরাপত্তা মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

 

যে প্রতিশ্রুতি দিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

Previous article

জাপোরিশা থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা জাতিসংঘের

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *