রসুইঘর

মটরশুঁটি সারা বছর সংরক্ষণ করবেন যেভাবে

0
mtrsht

শীতের সকালে মটরশুঁটির কচুরি আর আলুর দম পেলেই বাঙালির মন ভাল হয়ে যায়! তাছাড়াও যে কোনও রান্নায় মটরশুঁটি দিলেই তার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। স্বাদের পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। মটরশুঁটি প্রোটিন এবং কার্বোহাইড্রেটে সমৃদ্ধ। মটরশুঁটি প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং ফাইবারে ভরপুর। এতে আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং কপারের মতো খনিজ পাওয়া যায়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

তবে বাজারে এ বার শেষের পথে মটরশুঁটি। শীতের মরশুম ফুরোলেই বাজারে ভালো মটরশুঁটি পাওয়া মুশকিল। আর পাওয়া গেলেও তার দাম হবে আকাশছোঁয়া। তবে উপায়?

আপনি চাইলে এখন থেকেই মটরশুঁটি আপনার ফ্রিজে সংরক্ষণ করে রাখতেই পারেন। ভাবছেন কীভাবে? এটি সংরক্ষণ করা বেশ সহজ। সঠিক উপায় মেনে মটরশুঁটি সংরক্ষণ করলে সারা বছর এটি ব্যবহার করতেই পারেন।

১। মটরশুঁটির খোসা ছাড়িয়ে আগে ভালো করে ধুয়ে নিন।

২। এরপর গ্যাসে একটি বড় পাত্রে পানি নিয়ে তাতে দু চামচ চিনি মিশিয়ে নিন।

৩। পানি ফুটলে আঁচ কমিয়ে মটরশুঁটিগুলো তাতে ঢেলে দিন। এরপর ঘড়ি ধরে দু-তিন মিনিটের মতো ওই মিশ্রণে রাখুন।

৪। এবার চিনির পানি থেকে মটরশুঁটিগুলো ভালো করে ছেঁকে নিয়ে বরফ পানিতে তা ডুবিয়ে রাখুন কিছু ক্ষণের জন্য।

৫। মটরশুঁটি ঠান্ডা হয়ে গেলে আবার চালনিতে রেখে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। ৬। এবার দানাগুলোকে একটা মোটা কাপড়ে কিছুক্ষণ বিছিয়ে দিন।

৬। পানি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর মটরশুঁটিগুলো একটি জিপ লক প্লাস্টিকে বা এয়ার টাইট পাত্রে রেখে ফ্রিজে রেখে দিন।

মাত্র ১৫ মিনিটেই তৈরী করুন চকোলেট ব্রাউনি কুকি

Previous article

ঋতু পরিবর্তনের সাথে ত্বকের যত্নে, খাদ্যাভ্যাসে কতোটা পরিবর্তন আনবেন!

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *