ব্যবসা-বাণিজ্য

মাংসজাতীয় পণ্য রপ্তানিতে নগদ সহায়তা দেবে সরকার

0
মাংসজাতীয় পণ্য রপ্তানিতে নগদ সহায়তা দেবে সরকার

হালাল মাংস ও মাংসজাতীয় পণ্য রপ্তানিতে ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেবে সরকার।

আজ সোমবার এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপণে বলা হয়েছে, চলতি ২০২২-২৩ অর্থবছরে নগদ সহায়তার তালিকায় এ পণ্য যুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ এক মাসের ব্যবধানে কেজিপ্রতি ৫-১০ টাকা কমেছে ডালের দাম

গত অর্থবছরের মতো এবারও ৪৩ খাতের বিভিন্ন ধরনের পণ্য রপ্তানির বিপরীতে সরকার ১ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেবে। গত ২০২১-২২ অর্থবছরে চা, দেশে তৈরি বাইসাইকেল ও এর যন্ত্রাংশ, দেশে তৈরি এমএস স্টিল পণ্য ও দেশে উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তার আওতাভুক্ত করা হয়, যা এবারও বহাল।

এ নতুন পণ্য/নতুন বাজার সম্প্রসারণের আগে ৪ শতাংশ হারে সহায়তা দেওয়া হতো। এবারও তা বহাল রাখা হয়েছে। আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইইউ ব্যতীত অন্যান্য দেশে নগদ সহায়তা দেওয়া হতো। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাজ্যও। এই চার দেশে নতুন পণ্য বা বাজারে নগদ সহায়তা দেওয়া হবে না।

সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণের শর্ত শিথিল

Previous article

রাতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *