উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা মায়ের অনুপ্রেরণায় টেইলারিংয়ে স্বপ্ন বুনছেন জেরিন সুলতানা পলি By নিজস্ব প্রতিবেদক November 9, 20231 ShareTweet 1 উদ্যোক্তা জার্নালের বিশেষ আয়োজন ‘উদ্যোক্তা গল্প’-র আজকের পর্বে, কথা হলো উদ্যোক্তা জেরিন সুলতানা পলির সঙ্গে। আজ শুনবো তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। আমি জেরিন সুলতানা পলি। আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকার ধানমণ্ডি ঝিগাতলায়। মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া। মা আমাকে এই টেইলারিং কাজটা শিখিয়ে ছিলেন। আমার প্রতিষ্ঠানের নাম রংধনু ফ্যাশন। আমি সবধরনের মেয়েদের ড্রেস মেকিং এর সার্ভিস দিয়ে থাকি। বর্তমানে শাড়ী দিয়েই শাড়ী তৈরী করছি। শুরুটা ছিলো এক্সাইটেমেন্টে ভরপুর। কারণ ১ম কাজ করবো তাই, আর মূলধন ছিলো ৫,৩০০ টাকা। আমি মনে করি একজন উদ্যোক্তা হতে সবচেয়ে বড় যে সাপোর্ট প্রয়োজন তা হলো অনুপ্রেরণা।বর্তমানে আমার প্রতিষ্ঠানে কর্মী আছে ২জন। এছাড়া সিজনে ২/১ জন বাড়ে। আসলে প্রথমে আমি চাকরি করেছিলাম। কিন্তু পরে দেখলাম আমার তো একটা কাজ জানা আছে, আমি সেটা নিয়েই এগোবো। আর দ্বিতীয়তো সংসার ও বাচ্চা রেখে যাওয়াটা খুব কঠিন, তাই সবদিক সামলে এই কাজটা করা যেতেই পারে। আমার প্রতিষ্ঠান আমার সন্তানের মতো একটু একটু করে লালন পালন করেছি। আমি বলবো কাজ শিখে কাজ করাটা উদ্যোক্তাদের জন্য যথেষ্ট উপযোগী। আরও পড়ুনঃ নেতিবাচক মন্তব্যকে পেছনে ফেলে সফল উদ্যোক্তা আজমীর সুলতানা প্রতিবন্ধকতার অভিজ্ঞতা বলতে একটু তো হয়ই, যেমন কুরিয়ারের মাধ্যমে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মাঝেমধ্যেই। সেল বলতে মোটামুটি আর কাষ্টমারের সন্তুষ্টি আলহামদুলিল্লাহ। ইপি গ্রুপ থেকে পেয়েছি বলতে ক্রেতা পেয়েছি। তবে সরকারি-বেসরকারি কোনো আর্থিক সহযোগিতা এখনো পাইনি। এখনও তেমন কিছু অর্জন করতে পারিনি, কিন্তু ক্রেতার খুশি অর্জন করতে পেরেছি। প্রতিষ্ঠানকে নিয়ে তো স্বপ্ন আছে সব জায়গায় ছড়িয়ে পরবে, সুনাম কুড়াবে। আগামী ৫ বছর পর আমি আমার স্বপ্নকে সাফল্যের চূড়ায় দেখতে চাই।
ডিজিটাল প্ল্যাটফর্ম নারী উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ, কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট বাঁধা কেন : এলিন মাহবুব 8 hours ago0
ভাইরাল কেক পট্টির আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, নজর দিতে হবে ক্রেতা ও উদ্যোক্তা দুই পক্ষকে : এলিন মাহবুব November 6, 20251
নারী উদ্যোক্তার প্রকাশ্য উপস্থিতি : অর্থনীতির বাইরে এক সামাজিক বিপ্লব – জয়া মাহবুব November 3, 2025232 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views