শিক্ষা

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের আস্থার নাম ‘নূর ট্র্যাভেল কর্পোরেশন’

4
ftre

নূর ট্র্যাভেল কর্পোরেশন এর সিইও আবু মুসা মো: আয়াতুল্লাহ, একটি অঙ্গীকার নিয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন এই স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম। আর তা হলো মালয়েশিয়াতে পড়ালেখা করতে আগ্রহী বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এক স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে স্টুডেন্টদের জন্য পুরো প্রক্রিয়াটি সহজ এবং ঝামেলামুক্ত করা হয়েছে।

আবু মুসা, দেশের একটি স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষাজীবনের সময় থেকেই তার মধ্যে ব্যবসায়িক এবং আন্তর্জাতিক শিক্ষাগত সুযোগের প্রতি আগ্রহ ছিলো। মালয়েশিয়াতে পড়ালেখার সুযোগের প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিলো এবং এই উদ্দেশ্যেই তিনি নূর ট্র্যাভেল কর্পোরেশন প্রতিষ্ঠা করেন।

নূর ট্র্যাভেল কর্পোরেশন এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় উচ্চশিক্ষা লাভের জন্য একটি নির্ভরযোগ্য এবং স্বচ্ছ সেবা প্রদান করা। আবু মুসা বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, শিক্ষার্থীরা যদি সঠিক দিকনির্দেশনা পায়, তবে তারা জীবনে সফল হতে পারে। মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থার সুবিধা জানিয়ে আমরা তাদের এক দুর্দান্ত ভবিষ্যত গড়তে সহায়তা করি।’

আবু মুসার নেতৃত্বে, নূর ট্র্যাভেল কর্পোরেশন বর্তমানে সেরা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম হিসেবে খ্যাতি অর্জন করেছে। তিনি বলেন, ‘আমরা শুধুমাত্র স্টুডেন্টদের প্রসেসিং করি না, তাদের মানসিক প্রস্তুতিও প্রদান করি, যেনো তারা বিদেশে গিয়ে শুধুমাত্র পড়াশোনা নয়, বরং সঠিকভাবে সেটেল হতে পারে।’bodyনূর ট্র্যাভেল কর্পোরেশন মালয়েশিয়াতে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ সেবা প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া, ভিসা প্রক্রিয়া, স্কলারশিপ এর ব্যবস্থা করা, এয়ারটিকেট বুকিং, হোস্টেল ব্যবস্থা এবং একাডেমিক পরামর্শ।

মালয়েশিয়ার ২২ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল অথোরাইজড রিপ্রেজেনটেটিভ নূর ট্র‍্যাভেল করপোরেশন। প্রায় সময়ই এর সিইও আবু মুসা বিশ্ববিদ্যালয়গুলোতে ভিজিট করে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে স্টুডেন্টদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসেন। তিনি বলেন, ‘আমরা স্টুডেন্টদের জন্য সারা পৃথিবীজুড়ে এক্সপোজার এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে চাই।’

শুরুতে কিছুটা চ্যালেঞ্জ ছিলো, তবে আবু মুসার দৃঢ় নেতৃত্ব এবং তার টিম একসাথে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছে। প্রতিষ্ঠার মাত্র কয়েক বছর পরে, নূর ট্র্যাভেল কর্পোরেশন সহস্রাধিক শিক্ষার্থীকে মালয়েশিয়ায় পড়াশোনা করার সুযোগ দিয়েছে।

“শুধুমাত্র ব্যবসায়িক সফলতা নয়, নূর ট্র‍্যাভেল করপোরেশন এর লক্ষ্য ছিলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলানো। এই স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজন করে থাকে, যার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষার সুযোগ পায়।”

আগামী বছরগুলোতে নূর ট্র্যাভেল কর্পোরেশন আরো বৃহৎ পরিসরে কাজ করতে চায় এবং আবু মুসা বলেন, ‘আমাদের লক্ষ্য শুধুমাত্র পড়ালেখার সুযোগ প্রদান নয়, বরং বিশ্বমানের শিক্ষা প্রদান করা, যা একজন শিক্ষার্থীকে জীবনে সাফল্য অর্জনে সহায়তা করবে।’

উজা/মাসুদুজ্জামান রাসেল

নারী উদ্যোক্তাদের জন্য টাইম ম্যানেজমেন্ট : এলিন মাহবুব

Previous article

উদ্যোক্তা জীবনে আত্মবিশ্বাস : জয়া মাহবুব

Next article

You may also like

4 Comments

  1. Its a informative news. Good to know about Noor Travel Corporation and their services.

  2. I processed my file with NTC for APU
    Wishes best for them.

    Sincerely

  3. […] আরও পড়ুনঃ মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার জন্য শিক্ষার… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *