পর্যটনদর্শনীয় স্থান

মিউজিয়াম অফ দ্য ফিউচার!

0
musof

দুবাইতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘মিউজিয়াম অফ দ্য ফিউচার’ উদ্বোধন হলো। বলা হচ্ছে এটি ‘বিশ্বের সবচেয়ে সুন্দর ভবন’, যা তৈরিতে সময় লেগেছে ৯ মাস। সাধারণের জন্য ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে এই বহুতল ভবন।

৭ তলা বিশিষ্ট ভবনটি আয়তনে ৩০ হাজার বর্গমিটার এবং উচ্চতায় ৭৭ মিটার। এটি বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল বুর্জ খলিফা থেকে একেবারে কাছেই অবস্থিত।

বিল্ডিংটি তৈরি করেছে দুবাইয়ের সংস্থা কিল্লা ডিজাইন। স্থপতি শন কিল্লা দ্বারা ডিজাইন করা। এটি ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সহায়ক ডিজাইনের একটি মাস্টারপিস। এখানে প্রবেশের পরে আপনি পৌঁছে যেতে পারবেন ২০৭১ সালে।

ভবনটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এবং রোবট ব্যবহার করে তৈরি ১,০২৪ ধরনের শিল্পকর্ম রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী এবং দুবাই ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আল গ্রেগাউ মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এটি ভবিষ্যতের জাদুঘর।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, জাদুঘরটি মানবতার ভবিষ্যত রূপরেখা দেয় এবং মানব উন্নয়নের মুখোমুখি চ্যালেঞ্জ ও সুযোগগুলির উদ্ভাবনী সমাধানকে অনুপ্রাণিত করে।

সূত্র: নিউজ ১৮

সুযোগ মিলছে জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহারের

Previous article

মেকআপের সময় যে ভুলগুলো বাড়িয়ে দিবে ব্রনের সমস্যা

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *