আন্তর্জাতিকখবর

মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় ১১ শিশু নিহত

2
মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় ১১ শিশু নিহত

মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবায়িন এলাকায় একটি সন্ন্যাসী স্কুলে দেশটির সামরিক বাহিনীর হামলায় ১১ শিশু নিহত হয়েছে।

গত শুক্রবার তাবায়িনের লেত ইয়েত কোনে গ্রামের একটি সন্ন্যাসী স্কুলে দুটি এমআই-৩৫ হেলিকপ্টার দিয়ে হামলা চালায় জান্তা। হামলায় ঘটনাস্থলে সাত শিশু নিহত হয়। আহত হন ৩ শিক্ষক ও ১৪ শিশু। পরে জান্তার স্থলসেনারা গ্রামটিতে অভিযান চালান। এ অভিযানে আরও দুই শিশু নিহত হয়। একে শিশু হত্যা বলে অভিহিত করেছে প্রতিরোধ বাহিনী। তবে জান্তা বলছে, তারা তাবায়িনে বিদ্রোহীদের হামলার জবাব দিয়েছে।

বিমান হামলায় নিহত সাত শিশুর লাশ নিয়ে যান জান্তা সেনা। এ ছাড়া আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বসবাসরত পরিবারগুলোকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত

জান্তার তথ্য মন্ত্রণালয় বলছে, গ্রামটিতে কাচিন ইন্ডিপেনডেনস আর্মি (কেআইএ) ও প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনারা অভিযান শুরু করেছেন। হামলার আগে প্রতিরোধযোদ্ধারা ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির ‘চরমপন্থীরা’ স্কুলটিতে লুকিয়ে ছিলেন।

জান্তার বিরুদ্ধে লড়াই করছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। পিডিএফের নেতা বো কিয়ার গি বলেন, ‘তারা (জান্তা) যদি আমাদের কাউকে মারত, তাহলে তা মেনে নিতাম। কারণ, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু তারা স্কুলের শিশুদের হত্যা করেছে। এটি অগ্রহণযোগ্য।’

 

ইউক্রেনে গণকবর আবিষ্কারের দাবি প্রত্যাখান করেছে ক্রেমলিন

Previous article

আধুনিক পর্যটন মোটেল হবে শেরপুরের গারো পাহাড়ে

Next article

You may also like