বিনোদন

মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান আর নেই

0
Khalequzzaman11

বীর মুক্তিযোদ্ধা ও গুণী অভিনেতা এম খালেকুজ্জামান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। আজ সকাল ৯ টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। বিকেল পাঁচটায় কুর্মিটোলা জামে মসজিদে অভিনেতা খালেকুজ্জামানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খালেকুজ্জামান সর্বশেষ দুই মাতা সন্তান এবং আবদার নামে দুটি নাটকের শুটিং করেছেন। দুটি নাটকই রমজান ও ঈদে প্রকাশ পাবে। খালেকুজ্জামানের জন্ম শান্তাহারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রীধারীদের একজন তিনি। দেশ স্বাধীনের বেশ কয়েকবছর পর খালেকুজ্জামান ১৯৭৫ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। তার আগে স্কুল কলেজ জীবনের তিনি অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেন।

আরও পড়ুনঃ মাইক সিনেমার গান ‘একটা আঙুল’ এর মুক্তি

বিটিভিতে তিনি প্রথম নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয় করেন। নায়করাজ রাজ্জাক ও কবরীর সঙ্গে ‘অনিবার্ণ’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। চলচ্চিত্রে দীর্ঘদিন বিরতির পর মুরাদ পারভেজ’র ‘বৃহন্নলা’য় অভিনয় করেন। এরপর তিনি শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অনম বিশ্বাসের ‘দেবী’।

স্বাধীনতার এ মাসে সকলকে বন রক্ষায় শপথ নিতে হবে : বন উপমন্ত্রী

Previous article

ইউক্রেনে যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ নেয়া উচিত : সিএনএনকে প্রধানমন্ত্রী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *