বিনোদন

‘মুজিব আমার পিতা’ মনোনীত হলো নেদারল্যান্ডসের উৎসবে

0
mjb

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’ নেদারল্যান্ডসের সেপ্টিমিয়াস উৎসবে মনোনয়ন পেয়েছে। এ উৎসবের ‘বেস্ট অ্যানিমেশন’ বিভাগে সিনেমাটি মনোনয়ন পেয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান প্রোলেন্সার স্টুডিও। ৬-৭ই জুন আমস্টারডামের রয়েল থিয়েটার ইনস্টিটিউটে বসবে এবারের আসর।

সমাপনী দিনে পুরস্কার বিতরণ করা হবে। চলচ্চিত্রটির পৃষ্ঠপোষকতা করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গবেষণা সমন্বয় করেছেন তন্ময় আহমেদ ও পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকীতে গত বছর ‘মুজিব আমার পিতা’ মুক্তি পেয়েছে

ওটিটিতে বিদ্যার হ্যাট্রিক

Previous article

নারী দিবসে তারিনের নাটক

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *