খেলা

মেক্সিকো-কানাডা-যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও থাকছেন স্কালোনি

1
বিশ্বকাপ

মেক্সিকো-কানাডা-যুক্তরাষ্ট্র আয়োজিত ২০২৬ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন লিওনেল স্কালোনি। জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।

লিওনেল মেসির জোড়া গোলে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। কোচ হিসেবে সবমিলিয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনাকে ৪০টি ম্যাচ কোচিং করিয়েছেন স্কালোনি।

এর মধ্যে জয় পেয়েছেন ২৬ ম্যাচে, ড্র হয়েছে ১০টি আর পরাজয় মাত্র চার ম্যাচে। সবশেষ ৩৬ ম্যাচে আর্জেন্টিনা পরাজয়ের মুখ দেখেনি। যা কি না দেশটির ইতিহাসে সবচেয়ে লম্বা অপরাজিত যাত্রা।

বোধহয়, জয়ের উপহারসরূপই এক টুইটবার্তায় তাপিয়া লিখেছেন, ‘আপনাদের সবাইকে গর্বের সঙ্গে জানাচ্ছি যে, লিওনেল স্কালোনিকে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত হেড কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এএফএ।’

প্রেসিডেন্ট লিখেছেন, ‘জাতীয় দলের চলমান প্রজেক্টের ওপর আমরা আস্থা রাখছি। আরও কিছু সময় এই দলে স্কালোনেটা চলবে।’

তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হারালো ব্রাজিল

Previous article

ইউক্রেনের ৪টি অঞ্চলে গণভোটের ফল প্রকাশ করলো রাশিয়া

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা