শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে এবারও মেয়েরা এগিয়ে

0
MBBS 22

২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। যাদের মধ্যে ৫৫ দশমিক ১৩ শতাংশই মেয়ে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন।

তাদের মধ্যে ৩৪ হাজার ৮৩৩ জন ছেলে, মেয়ে ৪৪ হাজার ৫০৪ জন উত্তীর্ণ হয়েছে। মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ০৬ শতাংশ। ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৩ শতাংশ। সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বরও পেয়েছেন সুমাইয়া মুসলেম মিম। তিনি খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে অংশ নিয়েছিলেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৩৫০ জন দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন। বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন।

৬ হাজার ৪৮৯টি আসন রয়েছে বেসরকারি মেডিকেল কলেজে। সরকারি মেডিকেল কলেজেও মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেলে ১হাজার ৮৮৫ জন ছেলে এবং ২ হাজার ৩৪৫ জন মেয়ে।

চলচ্চিত্র দিবস পালিত

Previous article

রোজায় ২০শে এপ্রিল পর্যন্ত চলবে স্কুল-কলেজের ক্লাস

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *