খেলা

মেসির পেনাল্টি মিস, এমবাপের শেষ মুহূর্তের গোলে পিএসজির জয়

0
mbappe 1

চ্যাম্পিয়ন্স লিগে বড় ম্যাচে মেসির পেনাল্টি মিসের দিনে এমবাপের গোলে রিয়ালকে হারাল পিএসজি। মঙ্গলবার রাতে নিজেরে রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। চোট কাটিয়ে আড়াই মাস পর মাঠে নেমে দলকে জেতাতে দারুণ ভূমিকা রাখেন নেইমারও।

হাইভোল্টেজ ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পান আনহেল ডি মারিয়া। এমবাপের বাড়ানো বল ফাঁকায় পেয়ে উড়িয়ে মারেন তিনি। অষ্টাদশ মিনিটে ডিফেন্ডার এদের মিলিতাওয়ের চ্যালেঞ্জ এড়িয়ে গোলরক্ষককে একা পেয়েছিলেন এমবাপে। দুর্বল শট পা দিয়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। প্রথমার্ধের বাকি সময়েও খেলা চলেছে একইভাবে।

দ্বিতীয়ার্ধের শুরুতেও চাপ ধরে রাখা পিএসজি। তবে কোর্তোয়ার বাধা এড়াতে পারেনি তারা। এরপর ৬১তম মিনিটে আসে মেসির ওই পেনাল্টি মিসের হতাশা। আক্রমণের ধার বাড়াতে ৭৩তম মিনিটে ডি মারিয়াকে তুলে নেইমারকে নামান কোচ। মাঠে নামার কয়েক সেকেন্ড পরই মাঝ বরাবর বল নিয়ে দারুণ কারিকুরিতে আক্রমণে ওঠেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বাধ্য হয়ে তাকে ফাউল করেন দাভিদ আলাবা। কিন্তু ২০ গজ দূর থেকে ফ্রি কিক লক্ষ্যে রাখতে পারেননি মেসি।

৮০ মিনিটের পর ম্যাচে কিছুটা ঘুড়ে দাঁড়ায় রিয়াল। যদিও নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি ম্যাচ জুড়ে হতশ্রী ফুটবল খেলা দলটি। পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে তিনটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা! চার মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে আসে জয়সূচক গোল।

নেইমারের কাছ থেকে পাওয়া বল পেয়ে ডি-বক্সে ঢুকে আরেকজনের বাধা এড়িয়ে দুরূহ কোণ থেকে শট নেন এমবাপে। কোর্তোয়ার প্রসারিত পায়ের নিচ দিয়ে বল খুঁজে নেয় ঠিকানা। উল্লাসে ভাসে পিএসজি। পাক দি ফ্রাঁসের গ্যালারি হয়ে ওঠে উত্তাল। রিয়ালের বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচ অপরাজিত রইল পিএসজি। আগামী ৯ মার্চ তাদের মাঠেই হবে শেষ ষোলোর ফিরতি লেগ, মুখোমুখি হবে দুই দল।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ বিজয়ী যারা

Previous article

টিকা নেবেন না জোকোভিচ, তাতে গ্র্যান্ড স্ল্যাম মিস করতেও রাজি আছেন!

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা