উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

মোহাম্মদপুর শুরু হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী ঈদ মেলা

0
277689959 1119879185460584 1116078676598295338 n 1

রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে ঈদ মেলা। অফলাইনের পাশাপাশি অনলাইন বিক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলো ‘ঈদ মেলা’। যেখানে এক ছাদের নিচে সব রকম কেনাকাটা করতে পারবে ক্রেতারা।

ঈদের কেনাকাটা আরো সহজ করতে রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ মেলা। ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত কে এম সেন্টারে চলবে ৫ দিন ব্যাপী এই ঈদ মেলা।

মেলায় পণ্যের পাশাপাশি থাকছে ইফতারের আয়োজন। সাজসজ্জার নানা উপকরণসহ পোশাকের সমারোহ নিয়ে বসছেন উদ্যোক্তারা। শাড়ি ও বিভিন্ন ধরনের পোশাকের পাশাপাশি, বাহারি খাবার, হস্তশিল্প এবং আরো বিভিন্ন ধরনের স্টল থাকবে সেখানে।

277689959 1119879185460584 1116078676598295338 n 1
এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা একত্রিত হয়ে ব্যবাসা করার পাশাপাশি নিজেদের পরিচিত বৃদ্ধিসহ একটি শক্তিশালী ব্যবসায়ীক বন্ধন গড়তে সক্ষম হবে। যা তাদের ব্যবসাকে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।

করোনাকালে গত দুই বছর মানুষ ঘরবন্দী ছিলেন, অনেকেই কেনাকাটা করতে পারেনি। ঈদের আগে আয়োজিত এই ঈদ মেলায় ক্রেতাগণ পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী কেনাকাটা করার সুযোগ পাবেন, এমনটাই বিশ্বাস মেলার আয়োজকসহ অংশগ্রহণকারীদের।

১৮ থেকে ২২ এপ্রিল সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে। মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালের বিপরীতে পাশে অবস্থিত কে এম সেন্টারে মেলা অনুষ্ঠিত হবে।

ওজন কমাতে শশা-ধনে পাতার স্মুদি

Previous article

খাঁটি খাদ্য পণ্যের প্রতিশ্রুতি নিয়ে উদ্যোগ শুরু করেন সোহাগ ইসলাম

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *