প্রবাস জীবন

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কলেজছাত্র নিহত

1
usa

যুক্তরাষ্ট্রে গাড়ি উল্টে এক বাংলাদেশি কলেজছাত্র নিহত হয়েছে। গত বুধবার বেলা আড়াইটার দিকে দেশটির ম্যাসাচুসেটস রাজ্যের ওয়েনহ্যামে ১২৮ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশি ওই শিক্ষার্থীর নাম প্রতিক সিং। তিনি সালেম স্টেট কলেজে পড়াশোনা করতেন। নিহত শিক্ষার্থীর বাবা দীপক সিং বলেন, কলেজ ড্রপ আউটের পর প্রতিক চাকরি করছিল। তাদের বাড়ি নেত্রকোনা জেলার পুর্বধলা থানায়।

আরও পড়ুনঃ কমেছে অভিবাসীর সংখ্যা বেড়েছে নারীদের বিএমইটি নিবন্ধন

এদিকে ওয়েনহ্যাম পুলিশ জানায়, দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে কেবল একজন ব্যক্তি ছিলেন। পুরো গাড়িটি উল্টে যাওয়ায় চালক ভেতরে আটকে পড়েছিলেন। এতে মারা যান তিনি।

বেভারলি দমকল বাহিনীর কর্মীরা জানায়, গাড়ি থেকে ব্যক্তিকে বের করতে হাইড্রোলিক এক্সট্রিকেশন সরঞ্জাম ব্যবহার করতে হয়েছে।

উজা/মাসুদুজ্জামান রাসেল

জেসিআই ঢাকা ডিপ্লোমেটস এবং হার্টওয়াইজ নিউট্রিশন বিডি’র উদ্যোগে অটিজম শিশুদের নিয়ে বিশেষ হার্টওয়াইজ নিউট্রিশন প্রকল্প চালু

Previous article

মেঘের রাজ্য সাজেক ভস্মীভূত

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *