খেলা

যুব বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

0
ban ind u19 cric

ভারতকে হারিয়েই ২০২০ সালে প্রথমবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর সেই ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াই হেরে বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হলো রকিবুলদের।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শনিবার ভারত অধিনায়ক যশ ঢুল টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান। রবি কুমারের দাপটে গত বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ শুরু থেকে সমস্যায় পড়ে। ৩৭.১ ওভারে ১১১ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায়। জবাবে ভারত ৩০.৫ ওভারে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায়।

রান তাড়া করতে নেমে ভারত দ্বিতীয় ওভারেই হারনুর সিংহের (০) উইকেট হারায়। দ্বিতীয় উইকেটে ৭০ রান যোগ করেন রঘুবংশী এবং শায়িক রশিদ। রঘুবংশী ৪৪ রান করেন। তাঁর ৬৫টি বলের ইনিংসে ৭টি চার রয়েছে। রশিদ ২৬ রান করেন। রঘুবংশী আউট হওয়ার পর হঠাৎই ভারতীয় ইনিংসের ছন্দ কেটে যায়।

দ্বিতীয় স্পেলে বল করতে এসে ভয়ঙ্কর হয়ে ওঠেন রিপন মন্ডল। রঘুবংশী ছাড়াও তিনি তুলে নেন রশিদ, সিদ্ধার্থ যাদব (৬), রাজ বাওয়ার (০) উইকেট। ভারত ১ উইকেটে ৭০ থেকে ৫ উইকেটে ৯৭ হয়ে যায়। ঢুল ২০ রানে অপরাজিত থেকে দলকে জেতান।

বাংলাদেশের যুবারা অবশ্য এবারের টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মতো খেলাই দেখাতে পারেনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ৯৭ রানেই অল আউট হয়ে গিয়ে ৭ উইকেটে হেরেছিলেন রকিবুলরা।

কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পরের দুই ম্যাচে দাপুটে জয় পেলেও সেটা খুবই প্রত্যাশিত ছিল। কারণ, এই পর্যায়ে দুটি দলের সঙ্গেই বাংলাদেশের অনেক ব্যবধান। কিন্তু ইংল্যান্ডের পর আবার আইসিসির পূর্ণ সদস্য ভারতের সামনে পড়তেই ব্যাটিংয়ের দৈন্যদশা বেরিয়ে পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের।

ঢাবির হল সম্মেলন অনুষ্ঠিত

Previous article

কাঁচাপাট মজুদের বিরুদ্ধে অভিযান

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা