আন্তর্জাতিকখবরশীর্ষ সংবাদ

যে প্রতিশ্রুতি দিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

2
যে প্রতিশ্রুতি দিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

অর্থনীতিকে আরও বড় করে তোলা, বর্তমান জ্বালানি সংকটের দ্রুত সমাধান ও জাতীয় স্বাস্থ্যের উন্নয়নকে অগ্রাধিকার দেয়াকে প্রধান তিনটি কাজ উল্লেখ করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

কর কমানোর অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘ব্রিটেনকে আবার সক্রিয় করে তুলব।’ নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিকদের জন্য উচ্চ বেতনের চাকরির সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ব্রিটেন তার বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করবে।

এছাড়াও মিত্র দেশগুলোর নিরাপত্তার বিষয়েও জোর দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ট্রাস।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ট্রাস। এরপরই লন্ডনে ফিরে আসেন তিনি। পরে ১০নং ডাউনিং স্ট্রিটের সামনে বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতেই সদ্য সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি শ্রদ্ধা জানান ট্রাস। তিনি বলেন, ‘ইতিহাস তাকে একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করবে।’

উল্লেখ্য, কয়েক সপ্তাহের নেতৃত্বের লড়াই শেষে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। সোমবার (৫ সেপ্টেম্বর) বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

১৫ দিন ধরে নিখোঁজ কুমিল্লার ৭ শিক্ষার্থী

Previous article

ভিয়েতনামে কারওকে বারে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

Next article

You may also like

2 Comments

  1. […] ব্রিটেনের ‘ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট […]

  2. […] প্রকাশ করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তবে গত মঙ্গলবার লিজের সঙ্গে তোলা […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *