স্বাস্থ্য

রক্তের গ্রুপ না মিললেও সহজেই হবে ফুসফুসের প্রতিস্থাপন

0
lungs

কার ফুসফুস নেওয়া সম্ভব হবে, যাঁর ফুসফুস নেওয়া হবে তাঁর রক্ত কোন গ্রুপের, তা আর দেখে নিতে হবে না শল্য চিকিৎসকদের। ফুসফুস প্রতিস্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ, যাঁর ফুসফুস নেওয়া হবে তাঁর রক্তের গ্রুপের সঙ্গে বেশির ভাগ সময়েই মেলে না যাঁর ফুসফুস প্রতিস্থাপিত হবে তাঁর রক্তের গ্রুপ।

সাম্প্রতিক একটি গবেষণা এই প্রথম জানাল, আর রক্তের গ্রুপ মিলিয়ে এক জনের ফুসফুস অন্য জনের দেহে বসাতে হবে না। যে কোনও গ্রুপের রক্তের দাতারই ফুসফুস নেওয়া যাবে প্রতিস্থাপনের জন্য। শুধু প্রতিস্থাপনের প্রাক মূহুর্তে দাতার রক্তের গ্রুপটিকে গ্রহীতার রক্তের গ্রুপে বদলে নিতে হবে।

শুক্রবার আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান গবেষণা পত্রিকা ‘সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন’ সংশ্লিষ্ট গবেষণাপত্রটি প্রকাশ করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর ফলে প্রতিস্থাপনের জন্য উপযুক্ত ফুসফুসের আর অভাব হবে না। প্রতিস্থাপনের জন্য রোগীকে আর দীর্ঘ দিন অপেক্ষাও করতে হবে না।

গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় এই মূহুর্তে প্রতিস্থাপনের জন্য উপযুক্ত, এক গ্রুপের ফুসফুস পাওয়ার অপেক্ষায় রয়েছেন অন্তত এক লক্ষ রোগী, যাঁদের যতো তাড়াতাড়ি সম্ভব ফুসফুস প্রতিস্থাপনের প্রয়োজন। যতো রোগী প্রতিস্থাপনের জন্য ফুসফুসের অপেক্ষায় ছিলেন ২০১৭ সালে তাঁদের মাত্র এক-তৃতীয়াংশ সঠিক গ্রুপের রক্তের ফুসফুস পেয়েছিলেন।

গবেষণাপত্রটি জানিয়েছে, প্রতিস্থাপনের আগে দাতার রক্তের গ্রুপ গ্রহীতার রক্তের গ্রুপের সঙ্গে মিলিয়ে নিতে ব্যবহার করা হবে একজোড়া উৎসেচক। একটির নাম ‘এফপিগ্যালন্যাক ডিঅ্যাসিটাইলেজ’। অন্যটি, ‘এফপিগ্যালাক্টোস্যামিনিডেজ’। দাতার ফুসফুসটির রক্তের গ্রুপকে গ্রহীতার শরীরে থাকা যে অ্যান্টিজেন চিনতে পারে বলে অন্য গ্রুপের রক্ত দেওয়া হলে মানবশরীর তা প্রত্যাখ্যান করে সেই অ্যান্টিজেনটিকে সরিয়ে দেয় এই দু’টি উৎসেচক, যৌথভাবে কাজ করে।

আট রকমের রক্তের গ্রুপের ফুসফুস নিয়ে গবেষণা চালিয়ে গবেষকরা প্রত্যক্ষ করেছেন, ওই দুটি উৎসেচক যৌথভাবে চার ঘণ্টার মধ্যেই অ্যান্টিজেনটিকে সরিয়ে দিতে পারে নিখুঁতভাবে। তার ফলে, ৯৭ শতাংশ ক্ষেত্রেই যেকোনও গ্রুপের রক্তের ফুসফুস প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে।

নারী হয়ে লুঙ্গি নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ জান্নাতুল ফেরদৌস পারিসার

Previous article

কোভিড হয়ে গিয়েছে বলে টিকা না নিয়ে মস্ত ভুল করেছেন না তো?

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *