খবরসারাদেশ

রসিক নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর বা জানুয়ারিতে

1
রসিক নির্বাচন

এ বছরের ডিসেম্বরে বা আগামী জানুয়ারির শুরুতে রসিক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

৩০ অক্টোবর নির্বাচন কমিশনার মো. আলমগীর তার দপ্তরে সাংবাদিকদের জানান, এই নির্বাচনের তফসিল নভেম্বর অথবা ডিসেম্বরে দেওয়া হবে।

ইসি মো. আলমগীর বলেন, যদি কারিগরি সামর্থ্য হয় তবে কারও কথা শোনার তো কোনো সুযোগ নেই। ইভিএমের ক্ষেত্রেও ইভিএম বা সিসি ক্যামেরা ব্যবহার না করার অনুরোধে একই সিদ্ধান্ত কমিশনের।

সাবেক এই ইসি সচিব বলেন, সময় শেষ করে নির্বাচন করতে চাই না। একটু আগেই করতে চাই। ইভিএম বা সিসি ক্যামেরার বিষয়ে কমিশন সভায় পরে সিদ্ধান্ত হবে। তবে সব সিটিতে ইভিএম, সিসি ক্যামেরা ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সিসি ক্যমেরা ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন,আগামীতে সিটি করপোরেশন বা পৌরসভায় যে নির্বাচন হবে সেখানে ইভিএম, সিসি ক্যমেরা ব্যবহার করবো।

মো. আলমগীর জানান, আমাদের রোডম্যাপে আইসিটির সর্বোচ্চ ব্যবহারের সিদ্ধান্ত আছে। সিসি ক্যামেরায় অনিয়ম ধরতে সহজ হবে। কারণ ভোটকেন্দ্রের বাইরের (অনিয়ম) সবাই দেখে। কিন্তু ভেতরেরটা তো সবাই দেখে না।

আরও পড়ুন: সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলবে এক শিফটে

নৌবাহিনীর বহরে যুক্ত দুটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট

Previous article

৪১ বছর পানি ছাড়া কোনো খাবারই খাননি তিনি

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর