উদ্যোক্তা সংগঠনদেশি উদ্যোক্তা

রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী ফাল্গুন মেলা!

0
273946853 651993276050807 731051950606297687 n

ফাল্গুন মানে ঋতুরাজ বসন্তের আগমন আর প্রকৃতির বর্ণিল সাজ। আর সেই বসন্তের আবহ নিয়েই রাজধানীতে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ‘ফাল্গুন মেলা’। আগামী ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে এ মেলা।

ক্ষুদ্র উদ্যোক্তাদের সামনের দিকে এগিয়ে নিতে এবং তাদেরকে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার উদ্দেশ্যেই এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলার মাধ্যমে উদ্যোক্তারা একত্রিত হয়ে ব্যবসা করার পাশাপাশি নিজেদের পরিচিতিও বাড়াতে পারবেন। যা ভবিষ্যতে তাদের ব্যবসায়িক জীবনে কাজে লাগবে।

273946853 651993276050807 731051950606297687 n

রাজধানীর মোহাম্মদপুর, কে এম সেন্টারে মেলাটি অনুষ্ঠিত হবে। মেলায় অংশ নেবে মোট ৩২ টি স্টল। জানা গেছে, ফেসবুক ভিত্তিক বিভিন্ন বিজনেস গ্রুপের সদস্যরা মেলায় অংশ নিচ্ছেন। মেলায় দেশীয় পোশাক, বাহারি খাবার এবং হস্তশিল্প সামগ্রী পাওয়া যাবে। এছাড়া দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশী পোশাক, প্রসাধনী সামগ্রীও থাকবে মেলায়। সব ধরনের পণ্য সামগ্রী ক্রেতাদের ক্রয়সীমার মধ্যে থাকবে বলেও জানা গেছে।

৩ থেকে ৫ মার্চ সকাল ১১ টা থেকে রাত ৮ পর্যন্ত মেলা চলবে। মেলা সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত কে এম সেন্টারে মেলা অনুষ্ঠিত হবে।

প্রতিবন্ধকতা মোকাবেলা করে উদ্যোক্তা হয়েছেন উম্মে কুলসুম শিউলি

Previous article

ব্যস্ততার কারণে ‘নাকফুল’ ছাড়লেন রোশান

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *