খবর

রাজধানীর রূপনগরে জাকের পার্টির আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

0
uj 1

বৃহস্পতিবার (২১ আগস্ট) রূপনগরস্থ ইস্টার্ন হাউজিংয়ে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডঃ সায়েম আমীর ফয়সল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ডক্টর সায়েম আমীর ফয়সল একজন মেধাবী, দেশপ্রেমিক তরুণ নেতা। একাধারে অর্থনীতিবিদ, শিক্ষক এবং উদ্যোক্তা। এই নেতা দেশের যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার জন্য এবং দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন এনে অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সেই সাথে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।

বক্তারা আরো বলেন, জাকের পার্টি দেশে সৌহার্দ্য সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে এবং তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তারা আশাবাদ ব্যক্ত করেন জাকের পার্টির সৌহার্দ্য ও সম্প্রীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিকট ভবিষ্যতে জনগণ ব্যাপকভাবে জাকের পার্টিকে তাদের সমর্থন দিবে। তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরও পড়ুনঃ জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

সভায় উপস্থিত থাকেন, জাকের পার্টির ঢাকা ১৬ আসনের সাবেক এমপি প্রার্থী আলী আহমেদ, রূপনগর থানার সভাপতি সৈয়দ আলী, ছাত্রফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি রাশেদুল ইসলাম বাবু, জাকের পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ওমর ফারুক ভূঁইঞা শুভ সহ স্থানীয় জাকের পার্টি নেতৃবৃন্দ।

উজা/মাসুদুজ্জামান রাসেল

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা 

Previous article

যদি নিজে কিছু করতে চান–নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ : জয়া মাহবুব

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর