আন্তর্জাতিকখবরজাতীয়শীর্ষ সংবাদ

রাতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রাতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আরও কয়েকটি অনুষ্ঠান ও বৈঠকে অংশ নেবেন তিনি।

নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত একটি সংবর্ধনা সভায় অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন :  আজ রাতে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এদিন জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। পরে ইউএনএইচসিআর-এর ফিলিপ্পো গ্র্যান্ডি এবং স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বোরুত পাহোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডারসেও যোগ দেবেন। দিন শেষে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে, শেখ হাসিনা গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে (যুক্তরাজ্য) পৌঁছান। লন্ডনে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদান শেষে রাত সাড়ে ১১টার (লন্ডন সময়) দিকে প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।

মাংসজাতীয় পণ্য রপ্তানিতে নগদ সহায়তা দেবে সরকার

Previous article

অলংকার ক্রয় বিক্রয়ে বাজুসের নতুন নির্দেশনা

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *