আন্তর্জাতিকখবর

রাশিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১৩

1
রাশিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১৩

রাশিয়ায় ইজেভস্ক শহরের একটি স্কুল বন্দুকধারীর হামলায় শিশুসহ অন্তত ১৩ জন মারা গেছেন।

দেশটির তদন্ত কমিটির বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম তাস জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৯৭০ কিলোমিটার পূর্বে উদমুর্তিয়া অঞ্চলের রাজধানী ইজেভস্কের স্কুলে চালানো এই বন্দুক হামলার কারণ অস্পষ্ট। আহতদের সংখ্যা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: পরমাণু হামলার পরিণতির ব্যাপারে রাশিয়াকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়া বেড়েছে বন্দুক হামলার ঘটনা। চলতি বছরের এপ্রিলে রাশিয়ার মধ্য উলিয়ানভস্ক অঞ্চলে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে দুই শিশু ও এক শিক্ষককে হত্যা করেন এক বন্দুকধারী। এর আগে, ২০২১ সালের মার্চে এক কিশোর বন্দুকধারী কাজানে ৭ শিশুসহ ৯ জনকে হত্যা করে।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার তদন্ত কমিটি দেশটির বড় অপরাধগুলোর তদন্ত করে থাকে।

সংস্থাটি জানিয়েছে, নাৎসি প্রতীক সংবলিত টি–শার্ট পরা এক মুখোশধারী বন্দুকধারী এই হামলা চালিয়েছেন। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলা চালানোর পর ওই বন্দুকধারী আত্মহত্যা করেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আগের দিনের তুলনায় ৩ গুণ বেড়েছে

Previous article

পঞ্চগড়ে ট্রলারডুবি: নারী-শিশুসহ ৪২ জনের লাশ উদ্ধার

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *