আন্তর্জাতিকখবর

রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চলগুলোর রাশিয়ার সঙ্গে সংযুক্তির পক্ষে ভোটে

0
রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চলগুলোর রাশিয়ার সঙ্গে সংযুক্তির পক্ষে ভোটে

পূর্ব দোনেটস্ক এবং লুগানস্ক অঞ্চলের পাশাপাশি দক্ষিণ খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলের রাশিয়াপন্থী কর্তৃপক্ষ জানিয়েছে , রাশিয়ার সাথে সংযুক্তিকরণের বিষয়ে তারা জরুরিভাবে ভোট দেবে।

এই সপ্তাহের শুরুতে শুক্রবার থেকে পাঁচ দিনের মধ্যে তারা ভোট সম্পন্ন করবে।

অঞ্চলগুলো ব্যাপক ইউক্রেনীয় পাল্টা আক্রমণের মুখে রয়েছে এতে দেখা যাচ্ছে কিয়েভের বাহিনী শত শত শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছে, কয়েক মাস ধরে যা রাশিয়ার নিয়ন্ত্রনে ছিল।।

আরও পড়ুনঃ পুতিন যুদ্ধ শেষ করতে ইচ্ছুক: এরদোয়ান

রাশিয়ায় তাদের একীভূত হওয়ার মাধ্যমে এই সংঘাতে নতুন মাত্রা পেতে পারে, এতে মস্কো নিজস্ব এলাকা হিসেবে দখলকৃত এলাকায় নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্রিয় হবে।

এদিকে ওয়াশিংটন, বার্লিন এবং প্যারিস এই ভোটের নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এই ভোটের স্বীকৃতি দেবে না। ন্যাটো বলেছে, এতে যুদ্ধের গতি আরো বাড়বে।

রাশিয়ার ভোটের পদক্ষেপের নিন্দা জানানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘রাশিয়ায় অন্তর্ভুক্তির চেষ্টার জোরালো প্রতিবাদ ও কঠোর নিন্দা জানানোর জন্য আমি ইউক্রেনের সমস্ত বন্ধু এবং অংশীদারদের ধন্যবাদ জানাচ্ছি।’

ছাদখোলা বাসেই বরণ করে নেয়া হল বাংলার মেয়েদের

Previous article

দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হতে পারে ৬.৬%: এডিবি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *