খবরজাতীয়শীর্ষ সংবাদ

‘রিজার্ভ নিয়ে চিন্তার কারণ নেই’

0
রিজার্ভ

দেশে বর্তমানে যে আছে তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলা সম্ভব, রিজার্ভ নিয়ে চিন্তার কারণ নেই বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, এই সংকট কাটাতেই কিছুটা বেগ পেতে হচ্ছে। সেজন্য সরকারের পদত্যাগ চাইতে হবে এমন কথা নয়। কোন নিয়মে সরকারের পদত্যাগ চায় বিএনপি, প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের  বলেন, দেশের সংবিধানসম্মতভাবে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তবুও তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার কারণ বুঝতে পারছি না।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি? আমরা ইভিএমের পক্ষে, কারণ এতে জালিয়াতির শঙ্কা নেই। অথচ ব্রাজিলের প্রেসিডেন্ট ইভিএমের বিপক্ষে, আর বিরোধী দল পক্ষে।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে ইভিএম থাকুক এটা সরকারি দলও চায়। কতটুকু দেবে সেটা সিদ্ধান্ত নেবে কমিশন।

আরও পড়ুন : আগামী ১৫ই অক্টোবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাথে ওয়ার্কশপ করবে ‘অন দ্যা ওয়ে’

অঘটন দিয়ে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

Previous article

লালন সাঁই’র তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী বর্ণিল আয়োজন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর