খবরজাতীয়শীর্ষ সংবাদ

র‍্যাবে যেটা প্রয়োজন সেটাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবে (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সব সময়ই সংস্কার হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে। যেটাই প্রয়োজন হচ্ছে, সেটাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ রোববার একটি হোটেলে অনুষ্ঠান শেষে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ ১৬ নভেম্বর রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন

এর আগে গতকাল শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। কারণ, আমরা এমন কোনো কাজ করছি না, যাতে র‌্যাবকে সংস্কার করতে হবে।

র‌্যাব মহাপরিচালকের (ডিজি) এ বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকেরা আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, সংস্কারের (র‌্যাব সংস্কার) যে কথা বলছেন, আমরা সব সময় সংস্কার করছি। সব সময় আধুনিকায়ন করছি। যেটাই প্রয়োজন হচ্ছে, সেটাই করছি।

গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক অনুষ্ঠানে বলেন, জবাবদিহির আওতায় না আসা পর্যন্ত র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিষেধাজ্ঞাগুলো শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং আচরণ পরিবর্তন ও তাদের জবাবদিহির আওতায় আনার জন্য।

১৬ নভেম্বর রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন

Previous article

নিজেই নিজেকে উৎসাহ জোগান শাহিনা সুলতানা ছন্দা

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর