তথ্য ও প্রযুক্তিব্যবসা-বাণিজ্যরিভিউ

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ মডেলটিতে যা যা থাকছে

0
রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ মডেলটির সঙ্গে রয়্যাল এনফিল্ড হিমালয়ান-এর কিছু মিল যেমন রয়েছে আবার রয়েছে অমিলও।

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১-এর ইঞ্জিন এবং গিয়ারবক্স

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১-তে হিমালয়ানের ইঞ্জিন দেওয়া হয়েছে। এর ৪১১ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইঞ্জেক্টেটেড ইঞ্জিন থেকে ২৪.৪ এইচপি শক্তি এবং ৩২ এনএম টর্ক পাওয়া যাবে। এটিও ৫-স্পিড গিয়ার বক্স সহ বাজারে আসবে।

হার্ডওয়্যার

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১-এর সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক অ্যাবজর্বার থাকবে। দু’দিকেই একটি করে ডিস্ক ব্রেক এবং ডুয়েল চ্যানেল এবিএস দেখা যাবে।

উল্লেখ্য, হিমালয়ানের সামনে ২১ ইঞ্চি টায়ার থাকলেও সেটা স্ক্র্যামের ক্ষেত্রে হবে ১৯ ইঞ্চি। রিয়ার টায়ার একই থাকবে (১৭ ইঞ্চি)।

ফিচার্স

আসন্ন স্ক্র্যাম ৪১১ ট্রিপার নেভিগেশন পড সহ অফসেট স্পিডোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং বিভিন্ন পেইন্ট স্কিমের সাথে আত্মপ্রকাশ করবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের চ্যাট আড়াল করতে যা করবেন

মোটামুটি সাধ্য থাকলেই মিলবে টয়োটার এই গাড়িগুলো

Previous article

বিশ্বজুড়ে অটোমোবাইল ইলেকট্রিক যানের জোয়ার

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *