জাতীয়বিনোদনরাজনীতিশীর্ষ সংবাদ

লতার মৃত্যুতে মোদির কাছে চিঠিতে সমবেদনা প্রধানমন্ত্রীর

0
images 8 4

ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক চিঠিতে ভারত সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৬ ফেব্রুয়ারি) পাঠানো চিঠিতে শোক প্রকাশ করেন তিনি। চিঠিতে তিনি বলেন, বাংলাদেশের জনগণ শোকের এই মুহূর্তে ভারতের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে শোক প্রকাশ করছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, প্রয়াত লতা মঙ্গেশকর একজন সাংস্কৃতিক আইকন ও একজন কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম মেধাবী একজন শিল্পী ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, তার বাংলা গান এখন বাংলা সংস্কৃতির ভাণ্ডারের অবিচ্ছেদ্য অংশ।

তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে লতাজির ভূমিকার জন্য তাকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। লতাজি তার ভারতীয় সহশিল্পীদের সাথে ভারতের জনগণের মধ্যে বাংলাদেশের বিষয়ে প্রচারে ব্যাপক অবদান রেখেছিলেন।

প্রধানমন্ত্রী ভারতরত্ন লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার চিরশান্তির জন্য প্রার্থনা করেন।

শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এবং সারা বিশ্বে শিল্পীর লাখ লাখ ভক্তদের প্রতি তার গভীর সমবেদনা প্রকাশ করে তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি লাভের জন্য প্রার্থনা করেন।

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ১ জন

Previous article

চিটাগাং চেম্বার-ওয়েলস্ চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *