বিনোদন

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি

0
lota

শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে লতা মঙ্গেশকরের। কিংবদন্তি এই গায়িকাকে দেওয়া হয়েছে ভেন্টিলেশনে। কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গত মাসের ১১ তারিখ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় লতাকে। নিউমোনিয়া ধরা পড়ে ৯২ বছরের গায়িকার। শনিবার মুম্বইয়ের ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে’। সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে ওই হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি বলেন, ‘‘গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউ-তেই রয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।’’

কিছু দিন আগে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসাও করিয়েছিলেন। তারপর থেকে একেবারে বাড়িতেই থাকতেন তিনি। বাড়িতে প্রায়শই তাঁকে অক্সিজেন ব্যবহার করতে হতো। বেশ কিছুদিন আগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় লতার শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব ছড়ায়। গায়িকার মুখপাত্র ও পরিবারের তরফ থেকে অনুরোধ করা হয়, কোনও ভুয়া খবর যেনো ছড়ানো না হয়।

কোনও পরিবারের ব্যক্তিগত পরিসরে প্রবেশ না করার অনুরোধও জানানো হয় ওই বিবৃতিতে। গায়িকার জনসংযোগ দলের তরফে একটি বিবৃতিতে লেখা হয়, ‘অনুরোধ, হাওয়ায় ভেসে আসা ভুয়া খবরকে গুরুত্ব দেবেন না। লতা দিদি এখনও আইসিইউ তে আছেন। বিশিষ্ট চিকিৎসকদল তার পর্যবেক্ষণে আছেন। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’

আমরা আধুনিক গণগ্রন্থাগার নির্মাণের দ্বারপ্রান্তে রয়েছি- সংস্কৃতি প্রতিমন্ত্রী

Previous article

প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *