জাতীয়রাজনীতি

লবিস্ট নিয়োগের চক্রান্তকে দেশদ্রোহীতা বললেন পরশ

0
images 3 2

লবিস্ট নিয়োগের চক্রান্তকে দেশদ্রোহীতার শামিল বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বুধবার সকালে রাজধানীর মহাখালীর আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন ।

তিনি বলেন, আন্তর্জাতিক চাপ বাড়াতে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। দল ও দেশের মধ্যে পার্থক্য না বুঝেই বিএনপি সেটি করছে বলেও দাবি করেন যুবলীগের চেয়ারম্যান।

খালেদা জিয়ার ঘরে ফেরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা প্রমাণ করে বলেও মন্তব্য করেছেন শেখ ফজলে শামস পরশ।

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান পরশ। তিনি বলেন, কারো অসুস্থতা নিয়ে রাজনীতি কাম্য নয়। বরং জনগণের জন্য রাজনীতি করলে সুফল আসবে। তিনি বলেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডে ওসি প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা প্রমাণিত হয়েছে। কেউ বিচারের ঊর্ধ্বে নয় সেটি আবারো প্রমাণিত হয়েছে।

একই অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল বলেন, রেজা কিবরিয়া ক্ষমতার লোভে নিজের পিতার হত্যাকারি ও দেশ বিরোধীদের সাথে এক হয়েছে। এদের ষড়ষন্ত্র প্রতিরোধ করতে দেশের জনগণ প্রস্তুত বলেও মন্তব্য করেন নিখিল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি জাকির হোসেন বাবুল,
সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এইচ এম রেজাউল করীম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনগণ জানে বিএনপির আসল পরিচয়:- ওবায়দুল কাদের

Previous article

বিএনপি মূলত রাষ্ট্রদ্রোহী কাজ করছে:- তথ্যমন্ত্রী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *