বিনোদন

লালন সাঁই’র তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী বর্ণিল আয়োজন

0
lln

মরমী সাধক বাউল সম্রাট লালন সাঁই’র ১৩২তম তিরোধান দিবস আগামীকাল। এ উপলক্ষে কুষ্টিয়া জেলার কুমারখালী ছেঁউড়িয়া আখড়াবাড়ীতে বসেছে সাধুর মেলা ও তিন দিনব্যাপী উৎসব।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও লালন একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যে আখড়াবাড়ীর বাইরে মাঠে বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে। লালন মঞ্চে লালন একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন উপজেলা শিল্পকলা একাডেমি ও লালন সংগীত শিল্পীদের পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভার পর রাতভর চলবে লালন সংগীতের আসর।

আগামীকাল (১৭ অক্টোবর) সন্ধ্যায় উৎসবের উদ্ধোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী দিনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন- কুষ্টিয়া-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও কুমারখালী পৌর মেয়র শামসুজ্জামান অরুণ।

আরও পড়ুনঃ বধূবেশে নজর কাড়লেন নায়িকা রোজিনা

এছাড়া দ্বিতীয় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন- খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। আলোচনা সভা শেষে প্রতিদিন রাতে লালন মঞ্চে চলবে লালন সংগীতের আসর।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, প্রতি বছরের মতো এবারও বাউল সম্রাট লালন সাঁই’র ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে জেলা পুলিশ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি থাকছে সাদা পোশাক পরিহিত পুলিশ। সিসি ক্যামেরা, তল্লাশী চৌকিসহ বিভিন্ন স্পটে নজরদারীর জন্য পৃথক-পৃথক টিম গঠন করা হয়েছে।

‘রিজার্ভ নিয়ে চিন্তার কারণ নেই’

Previous article

জুলাই-সেপ্টেম্বরে পোশাক রপ্তানি হয়েছে ৫ বিলিয়ন ডলারের

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *