উদ্যোক্তা সংগঠনউদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

“লিগাসি অ্যাওয়ার্ড ২০২৪” পেলেন আফরোজা নাজনীন সুমি

1
legacy

গত শুক্রবার (১২ জুলাই) রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেডে ওমেন এন্টারপ্রেনার্স এসোসিয়েশনের উদ্যোগে এক জমকালো আয়োজনের মাধ্যমে আগামীতে নেতৃত্ব দিবেন এমন ১০ জন তরুণ উদ্যোক্তা সদস্যকে প্রথম বারের মতো “লিগাসি অ্যাওয়ার্ড ২০২৪” প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের নিয়ে প্রথম এই এসোসিয়েশন উই (WEA) এর ফাউন্ডার মেম্বার এবং সাধারণ সদস্যদের সন্তানদের মধ্যে থেকে মেধা, দক্ষতা , প্রতিভা ও উদ্যোগ যাছাই–বাছাই এর মাধ্যমে প্রথম বারের মতো ১০টা ক্যাটাগরিতে ১০ জন সদস্যকে এই পুরস্কার দেয়া হয়।

ওমেন এন্টারপ্রেনার্স বিজনেস “ফুড এন্ড বেভারেজ” ক্যাটাগরিতে পুরস্কার পান সুমি’স কিচেন এর সত্তাধিকারি আফরোজা নাজনীন সুমি। বিভিন্ন ক্যাটাগরিতে অন্য যারা এই লিগাসি এওয়ার্ড ২০২৪ পেয়েছেন তারা হলেন ফাইজা রহমান, বেনোজীর আইনুন, ফারজিন খান, ফেরদৌস জাহান, ফারহানা মুন্না, নিশাত খান, রিজওয়ানা শেখ, সিরাজুম মাসুদ, জোয়ানা খান।

আরও পড়ুনঃ ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে পদক্ষেপ নেয়ার সময় এসেছে : শিল্পমন্ত্রী

পুরস্কার প্রদান করেন বিশ্ব বরেণ্য ফ্যাশন ডিজাইনার এবং জনপ্রিয় ইন্টারন্যাশনাল মডেল বিবি রাসেল। আরো উপস্থিত ছিলেন মাইডাসের চেয়ারম্যান পারভীন মাহমুদ, ড: রুবিনা হুসেইন, উই (WEA) এর বর্তমান প্রেসিডেন্ট সুলতানা সনিসহ আরো গণ্যমান্য অতিথিরা।

পুরস্কারপ্রাপ্ত সুমি বলেন, “যেকোনো প্রাপ্তি কাজের প্রতি আগ্রহ আরো বাড়িয়ে তোলে”। তার উদ্যোক্তা মা লায়লা জালালের হাত ধরেই উই এর মেম্বার হওয়া। তাই এই লিগ্যাসি এওয়ার্ড এর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান তার মা লায়লা জালাল এবং উই এর ফাউন্ডার প্রেসিডেন্ট প্রায়ত রোকেয়া আফজাল রহমানকে।

সুমি ওমেন এন্টারপ্রেনার্স এসোসিয়েশন (WEA) এর জয়েন্ট সেক্রেটারি, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ওমেন এন্টারপ্রেনার্স ফোরামের কো-চেয়ারম্যান, বাংলাদেশ ফেডারেশন অব ওমেন এন্টারপ্রেনার্স (BFWE) এর বোর্ড মেম্বার এবং বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স (BWCCI) এর সদস্য হিসেবে উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

কুমিল্লায় এক জমিতে বছরে চার ফসল ফলিয়ে লাভবান কৃষকরা

Previous article

ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পুনরায় চালুর জন্য জাপানের সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *