উদ্যোক্তা সংগঠনউদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা “লিগাসি অ্যাওয়ার্ড ২০২৪” পেলেন আফরোজা নাজনীন সুমি By নিজস্ব প্রতিবেদক July 16, 20241 ShareTweet 1 গত শুক্রবার (১২ জুলাই) রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেডে ওমেন এন্টারপ্রেনার্স এসোসিয়েশনের উদ্যোগে এক জমকালো আয়োজনের মাধ্যমে আগামীতে নেতৃত্ব দিবেন এমন ১০ জন তরুণ উদ্যোক্তা সদস্যকে প্রথম বারের মতো “লিগাসি অ্যাওয়ার্ড ২০২৪” প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের নারী উদ্যোক্তাদের নিয়ে প্রথম এই এসোসিয়েশন উই (WEA) এর ফাউন্ডার মেম্বার এবং সাধারণ সদস্যদের সন্তানদের মধ্যে থেকে মেধা, দক্ষতা , প্রতিভা ও উদ্যোগ যাছাই–বাছাই এর মাধ্যমে প্রথম বারের মতো ১০টা ক্যাটাগরিতে ১০ জন সদস্যকে এই পুরস্কার দেয়া হয়। ওমেন এন্টারপ্রেনার্স বিজনেস “ফুড এন্ড বেভারেজ” ক্যাটাগরিতে পুরস্কার পান সুমি’স কিচেন এর সত্তাধিকারি আফরোজা নাজনীন সুমি। বিভিন্ন ক্যাটাগরিতে অন্য যারা এই লিগাসি এওয়ার্ড ২০২৪ পেয়েছেন তারা হলেন ফাইজা রহমান, বেনোজীর আইনুন, ফারজিন খান, ফেরদৌস জাহান, ফারহানা মুন্না, নিশাত খান, রিজওয়ানা শেখ, সিরাজুম মাসুদ, জোয়ানা খান। আরও পড়ুনঃ ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে পদক্ষেপ নেয়ার সময় এসেছে : শিল্পমন্ত্রী পুরস্কার প্রদান করেন বিশ্ব বরেণ্য ফ্যাশন ডিজাইনার এবং জনপ্রিয় ইন্টারন্যাশনাল মডেল বিবি রাসেল। আরো উপস্থিত ছিলেন মাইডাসের চেয়ারম্যান পারভীন মাহমুদ, ড: রুবিনা হুসেইন, উই (WEA) এর বর্তমান প্রেসিডেন্ট সুলতানা সনিসহ আরো গণ্যমান্য অতিথিরা। পুরস্কারপ্রাপ্ত সুমি বলেন, “যেকোনো প্রাপ্তি কাজের প্রতি আগ্রহ আরো বাড়িয়ে তোলে”। তার উদ্যোক্তা মা লায়লা জালালের হাত ধরেই উই এর মেম্বার হওয়া। তাই এই লিগ্যাসি এওয়ার্ড এর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান তার মা লায়লা জালাল এবং উই এর ফাউন্ডার প্রেসিডেন্ট প্রায়ত রোকেয়া আফজাল রহমানকে। সুমি ওমেন এন্টারপ্রেনার্স এসোসিয়েশন (WEA) এর জয়েন্ট সেক্রেটারি, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ওমেন এন্টারপ্রেনার্স ফোরামের কো-চেয়ারম্যান, বাংলাদেশ ফেডারেশন অব ওমেন এন্টারপ্রেনার্স (BFWE) এর বোর্ড মেম্বার এবং বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স (BWCCI) এর সদস্য হিসেবে উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম নারী উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ, কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট বাঁধা কেন : এলিন মাহবুব 3 hours ago0
ভাইরাল কেক পট্টির আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, নজর দিতে হবে ক্রেতা ও উদ্যোক্তা দুই পক্ষকে : এলিন মাহবুব November 6, 20251
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025130 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views