জাতীয়

শব্দ দূষণের দিক থেকেও বিশ্বের শীর্ষে রয়েছে ঢাকা

0
sound

দিনদিন বেড়েই চলেছে শব্দ দূষণের মাত্রা। আইন রয়ে গেছে কাগজ-কলমেই। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সবশেষ প্রতিবেদনে শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহর হিসেবে নাম উঠে এসেছে ঢাকার।

ফ্রন্টিয়ারস ২০২২ : নয়েজ, ব্লেজেস অ্যান্ড মিসচ্যাচেস শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, শব্দ দূষণের তালিকায় ঢাকার অবস্থান প্রথম। দ্বিতীয় স্থানে ভারতের মুরাদাবাদ, তৃতীয় স্থানে পাকিস্তানের ইসলামাবাদ এবং চতুর্থ স্থানে আছে বাংলাদেশের রাজশাহীর নাম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার কথা উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দের মাত্রা ৫৫ ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকার জন্য ৭০ ডিবি। সেখানে ঢাকায় শব্দের মাত্রা ১১৯ ডিবি এবং রাজশাহীতে ১০৩ ডিবি পাওয়া গেছে।

গাড়ির শব্দ, উড়োজাহাজ চলাচল, রেল চলাচল, যন্ত্রপাতি, শিল্প এবং বিভিন্ন উৎসব ও বিনোদনমূলক আয়োজনের শব্দ দূষণ মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কালো তাজমহল বানাতে চেয়েছিলেন নিজের জন্য

Previous article

রমজানে অফিসের সময়সূচি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *