জাতীয়

শহীদ এড. মোশারফ হোসেনের ৪৮তম হত্যা দিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন

0
IMG 20220203 WA0011

রাজনৈতিক গুপ্তহত্যার শিকার, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বীরসেনানী, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা শহীদ এড. মোশারফ হোসেনের ৪৮তম হত্যা দিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন-স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধের অন্যতম পথিকৃৎ ও বীরসেনানী, ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত এমএনএ শহীদ এড. মোশাররফ হোসেনের ৪৮তম হত্যা দিবসে আজ ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার সকাল ১১ টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সংক্ষিপ্ত স্মরণ ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়। শহীদ এড. মোশাররফ হোসেনের সংগ্রামী জীবনলেখা পাঠ করেন কাজী সালমা সুলতানা।

প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, রোকনুজ্জামান রোকন, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী, সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, যুক্তরাষ্ট্র জাসদের সহ-সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু প্রমূখ।

যৌথ অভিযানে রুট পারমিটবিহীন দুটি বাস ডাম্পিং

Previous article

বাড়িতে পড়ার ঘর কে সাজিয়ে তুলুন অন্য আঙ্গিকে

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *