বিনোদন

শারীরিক অবস্থার অবনতি জনপ্রিয় অভিনেতা তুষার খানের

0
tk

অভিনেতা তুষার খানের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে শনিবার (২২ জানুয়ারি) রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন।

অভিনেতা আহসান হাবিব নাসিম ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন, ছয়-সাত দিন আগে থেকেই তুষার ভাই অসুস্থ। উনার সঙ্গে এক দিন আগে আমার ফোনে কথা হয়, তখন তার খুব কাশি হচ্ছিল। কিছু দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন, সেটা এখন ফুসফুসে সংক্রমিত হয়েছে। তুষার ভাইকে বর্তমানে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।

প্রায় চার দশক ধরে অভিনয় করছেন তুষার খান। পরিচালনাও করেছেন তিনি। তার পরিচালিত একমাত্র টেলিফিল্ম ‘কচুরিপানা’।

১৯৮২ সালে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় জীবনে আগমন করেন তিনি। নব্বই দশকের প্রথম দিকে টিভি নাটকে অভিনয় শুরু করেন তুষার খান।

চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় তার। মুহম্মদ হান্নানের পরিচালনায় সালমান শাহ’র সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করে দারুণ পরিচিতি লাভ করেন তুষার খান।

বাংলাদেশের কালজয়ী চলচ্চিত্রগুলো স্বাধীন দেশ গঠনে ভূমিকা রেখেছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Previous article

নেপালে রপ্তানি হচ্ছে সিম্ফনির স্মার্টফোন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *