বিজ্ঞানকম্পিউটারতথ্য ও প্রযুক্তিশিক্ষা শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলুন :- টেলিযোগাযোগ মন্ত্রী By নিজস্ব প্রতিবেদক February 2, 20220 ShareTweet 0 ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘উপযুক্ত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে না পারলে ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদের টিকে থাকা কঠিন হবে। আমাদের ছাত্র-ছাত্রীরা মেধাবী ও সৃজনশীল, তাদের কাছে অসাধ্য বলে কিছু নেই। তাদেরকে আগামীদিনের উপযোগী করে তৈরি করতে আমাদেরকে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করতে হবে।’ মোস্তাফা জব্বার এ ব্যাপারে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে অগ্রণী ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ১৬ জানুয়ারি, ২০২২: ডাক ও টেলিযোগাযোাগ মন্ত্রী আজ রোববার রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি’র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আইইউবিএটি আয়োজিত মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। ‘আমাদের বিশাল জনগোষ্ঠীকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে না পারলে এটি হবে আমাদের জন্য কঠিন একটি সংকট’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই সংকটের দায় আমাদেরকেই বহন করতে হবে।’ অন্যান্যের মধ্যে আইইউবিএটি ’র উপাচার্য ও রেজিস্ট্রার অনুষ্ঠানে বক্তৃতা করেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম নারী উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ, কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট বাঁধা কেন : এলিন মাহবুব 24 hours ago0
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং নূর ট্র্যাভেল করপোরেশন : উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা March 18, 20251
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231909 views