জীবনযাপন

শিশুকে জোর করে খাওয়ানো কি আদৌ ভালো?

0
hghggg

এই সমস্যা রয়েছে বহু বাড়িতেই। শিশুটি খেতে চায় না। মায়েরা চিন্তায় দিন কাটান। কোনও বাড়িতে বড়রা পরামর্শ দেন জোর করে না খাওয়াতে। কোথাও আবার উল্টোটাই করা হয়। জোর করেই খাওয়ানো হয় শিশুটিকে। একবারে খেতে না চাইলে বার বার তাকে খাওয়ানো হয়।

কিন্তু কোনও শিশুকে জোর করে খাওয়ানো কতটুকু যুক্তিযুক্ত?

১) শিশুকে জোর করে খাওয়ালে তারা ভালোভাবে সেই খাবার চিবোয় না। ঝট করে তা গিলে ফেলার প্রবণতা দেখা দেয়। তাতে সেই খাবার গলায় লেগে বমি হওয়ার আশঙ্কা থাকে।

২) খাবার ভালোভাবে না চিবোলে তার পুষ্টিগুণও পায় না শরীর। অর্থাৎ, জোর করে খাবার খাইয়েও লাভ হয় না।

৩) খাবার হজমও হয় না যদি তা ঠিক করে চিবিয়ে না খাওয়া হয়। ফলে হজমের গোলমাল দেখা দিতে পারে জোর করে খাওয়ালে।

৪) শিশু খেতে না চাওয়া মানে তার তখন খাবারের প্রয়োজন নেই। তখন যদি তাকে জোর করে খাওয়ানো হয়, তবে তার শরীরে অতিরিক্ত খাদ্য প্রবেশ করছে। সেক্ষেত্রে তার ওজন বেশি বেড়ে যেতে পারে। রোজ রোজ এভাবে খাওয়ালে তৈরি হতে পারে অকারণে বেশি খাওয়ার অভ্যাসও।

৫) সবচেয়ে বড় একটি সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা আছে। রোজ জোর করলে খাবারের প্রতি অনীহাও তৈরি হতে পারে শিশুটির।

সাংবাদিক পীর হাবিবুর রহমান মারা গেছেন

Previous article

নিজেই বানান ডোনাট বাইটস 

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *