জাতীয়

শীতের তীব্রতা বাড়াতে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

0
drz

রাজধানী ঢাকায় দিনভর আকাশ ছিলো মেঘলা। মেঘের আড়ালে দু-একবার সূর্য উঁকি দিলেও হারিয়ে গেছে নিমিষেই। ফলে ঝলমলে রোদের দেখা মেলেনি। দুপুরে রাজধানীতে কয়েক ফোঁটা বৃষ্টিও ঝরেছে। তবে রাত পৌনে ১০টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে আরো বেড়েছে শীতের তীব্রতা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দু-তিনদিন রাজধানী ঢাকাসহ সারাদেশে এমন আবহাওয়া বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

২৩ জানুয়ারি (রবিবার) মাঘ মাসের ৯ তারিখ। এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ২ ডিগ্রি। যা পরবর্তীতে বেড়ে হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মোঃ বজলুর রশিদ জানান, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এই আবহাওয়াবিদ জানান এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী তিন দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিজেকে একজন প্রথম সারির ডিজিটাল উদ্যোক্তা হিসেবে দেখতে চান রিজওয়ানা নজরুল

Previous article

আত্মবিশ্বাসী ও দক্ষ উদ্যোক্তা তৈরীতে নিরলস কাজ করে যাচ্ছে ইয়েসবিডি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *