উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তাফ্যাশন

শীত কে বরণ করে নিতে উলের শাল নিয়ে প্রস্তুত আহর্সি

0
a2

আহর্সি প্রতিনিয়ত ক্রেতাদের চাহিদা নিয়ে কাজ করছে। আমরা সবসময় ক্রেতাদের কখন কোন পণ্যটি দরকার তা একটু দেশীয় ধাঁচে, নান্দনিক এবং সৌখিনভাবে উপস্থাপন করি। শীতকালে প্রতিবছর “হিমপ্রবাহ” সিরিজ আসে। এতে আমরা ব্লকের নিখুঁত কাজ করা উলের শাল রাখি।

আমরা সবসময় কোয়ালিটি তে জোর দেই,পণ্যে আমার ইনভেস্ট দু’শ বেশি হোক কিন্তু মানের সাথে আমি সবসময় আপোসহীন। এবছরও ব্যতিক্রম নয়। তবে এবছরে বগুড়ার বিখ্যাত উলের শালের উপর আহর্সির নিজস্ব ডিজাইনে ব্লকের কাজ করা হয়েছে। এই শালগুলো খুব বেশি মোটা না আবার একদম পাতলাও না। সফট আর আরামদায়ক।

a2

মডেল- বেহেস্তি মরিয়ম

বাংলাদেশে শীতে উষ্ণতার জন্য উপযুক্ত আর দাম টাও স্টুডেন্ট বাজেটে থাকে। আর বরাবরের মতন কালার কাস্টমাইজড করার সুযোগ আছে, পছন্দ মতো অনুষঙ্গ যুক্ত কাস্টমাইজ করে শীতের কম্বো সাজাতে পারবেন। শীত হোক সৌখিন আহর্সির সাথেই!

আরও পড়ুনঃ নিজের বিজনেসের পাশাপাশি উদ্যোক্তাদের পণ্যের মার্কেটিংয়ে কাজ করে যেতে চাই : রুখসানা বৃষ্টি

অনলাইনে অর্ডার করে খুব সহজে ক্রেতারা প্রিয়জনের কাছে উষ্ণতা পৌঁছে দিতে পারে আমাদের মাধ্যমে। ভালোবাসা ছড়িয়ে যাক সবার কাছে।

উদ্যোক্তা জার্নাল/মাসুদুজ্জামান রাসেল

ময়েশ্চারাইজ করার ৫টি উপকারিতা যা আপনার জানা দরকার : জয়া মাহবুব

Previous article

চীন থেকে নারীদের ইমপোর্টেড পণ্য নিয়ে কাজ করছেন জিনিয়া

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *