বিনোদন

শেষ হলো বাপ্পি-মিতুর ‘কুস্তিগীর’

0
bppmt

‘যন্ত্রণা’, ‘জয় বাংলা’, ‘কুস্তিগীর’ তিন সিনেমায় জুটি বেঁধে কাজ করছেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। শুটিং করা অবস্থাতেই ঢালিউডের আলোচনায় থাকা এ নয়া জুটি প্রথমবারের মতো একটি সিনেমার কাজ পুরোপুরি সম্পন্ন করলেন। শুক্রবার শাহীন সুমন পরিচালিত তাদের ‘কুস্তিগীর’ সিনেমাটির শুটিং শেষ হলো কুমিল্লায়।

কুস্তি খেলার দৃশ্য ধারণের মাধ্যমে ছবিটির ক্যামেরা ক্লোজ হয়েছে। শাহীন সুমন বলেন, ছবির শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই আমরা ডাবিং ও এডিটিংয়ের কাজে হাত দেবো। এ মাসের মধ্যেই ছবিটি সেন্সরে জমা দেয়া হবে। খুব দ্রুতই আমরা সিনেমাটি মুক্তি দেবো।

এর আগে গত ২২শে ডিসেম্বর গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয় ‘কুস্তিগীর’ ছবির শুটিং। এছাড়া নরসিংদীতেও হয় এই ছবির শুটিং। এই ছবির মাধ্যমে ৮ বছর পর শাহীন সুমনের নির্মাণে কাজ করলেন বাপ্পি। ছবিটি নিয়ে এ নায়ক বলেন, শুরু থেকেই আমি ‘কুস্তিগীর’ সিনেমা নিয়ে এক্সাইটেড। কারণ শাহীন সুমন ভাইয়ের সঙ্গে বহু বছর পরে কাজের সুযোগ হলো। যেটা আমার কাছে বড় আনন্দের একটা ব্যাপার। তার পরিচালনায় কাজ করে আবারো বেশ সন্তুষ্ট। নতুন এক বাপ্পিকেই দর্শক দেখতে পাবেন এখানে।

ছবি প্রসঙ্গে জাহারা মিতু বলেন, কুস্তিগীর এ কাজ করে নতুন অনেক বিষয় শেখা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে শাহীন ভাইয়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করা, মিশা সওদাগর ভাইয়ের সঙ্গে এক ফ্রেমে অভিনয় করা। আর নায়ক হিসেবে বাপ্পি তো আছেনই। দারুণ একটি কমার্শিয়াল ছবি হয়েছে। আমি আমার সর্বোচ্চ দিয়েই চেষ্টা করেছি। বাকিটা দর্শক বিচার করবেন। আবহমান বাংলার অন্যতম ঐতিহ্য হচ্ছে কুস্তি খেলা। এই কুস্তি খেলাই ছবিটির মূল প্রতিপাদ্য বিষয়। ছবিটিতে কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

বিয়ে নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

Previous article

সিনেমা হলে পরীমনি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *